সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৩৭৯

জ্বিন জাতির রহস্যময় জীবন

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯  

জ্বিন একটি প্রাণী। ইবলিস বা শয়তানও জ্বিনের অর্ন্তভ্ক্তূ। তাদের কৃতকর্মের বিচার হবে। তাদের প্রকৃতি ও ক্ষমতা মানুষের থেকে ভিন্ন। তারা যেকোনো আকৃতি ধারণ করতে পারে। যা মানুষ পারে না। এ ধরণের ক্ষমতা দিয়েই তাদের সৃস্টি করা হয়েছে। নি¤েœ জ্বিনের আদ্যপান্ত তুলে ধরা হলো : জ্বিন শব্দের অর্থ ও পরিচিতি: জ্বিনজাতি মানুষের থেকে আলাদ এক সৃষ্টি। জ্বিন শব্দের অর্থ: গুপ্ত, অদৃশ্য, লুক্কায়িত, আবৃত ইত্যাদি। জিন্নি একবচন আর জ্বিন বহুবচন।

 

জ্বিন কিসের তৈরী: কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু তা‘আলা বলেন: আমি আদমের আগে জ্বিনকে সৃষ্টি করেছি ‘লু’-এর আগুন (অর্থাৎ ধোয়াবিহীন আগুনের শিখা) হতে। {সূরাহ আল-হিজর: আয়াত ২৭} {সূরা আর-রহমান: আয়াত ১৫}{সূরাহ আল-আ‘রাফ: আয়াত ১২}
রাসূলুল্লাহ (সা.) বলেছেন: ফিরিশতাদের সৃষ্টি করা হয়েছে অনুপম জ্যোতি (নুর) দিয়ে, জ্বিনদের সৃষ্টি করা হয়েছে (মিম মা-রিজিম মিন নার) ধোয়াবিহীন আগুনের শিখা দিয়ে এবং আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে তাই দিয়ে যার কথা (কুরআনুল কারীমে) তোমাদের বলা হয়েছে (অর্থাৎ মাটি)। {সহীহ মুসলিম; মিশকাতুল মাসাবিহ হা/৫৭০১}

 

জ্বিন জাতিকে কখন সৃষ্টি করা হয়েছে : এতে কোন সন্দেহ নেই যে, জ্বিন জাতিকে মানুষের পূর্বেই সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ বলেন: নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি কালো পচা শুষ্ক ঠনঠনে মাটি হতে। আর এর পূর্বে জ্বিনকে সৃষ্টি করেছি ধোয়াবিহীন আগুনের শিখা হতে। {সূরা হিজর, আয়াত ২৬-২৭}।

জ্বিনদের প্রকার ভেদ : নবী (সা.) বলেছেন, জ্বিন তিন শ্রেণীর। এক শ্রেণীর ডানা আছে, তারা তার সাহায্যে বাতাসে উড়ে বেড়ায়, এক শ্রেণী সাপ-কুকুরের আকারে বসবাস করে, আর এক শ্রেণী স্থায়ীভাবে বসবাস করে ও ভ্রমণ করে। {ত্ববরানীর কাবীর, হা/৫৭৩; হাকেম, হা/৩৭০২; সহীহুল জামে লিল আলবানী, হা/৩১১৪}।

কোন প্রাণী জ্বিনকে দেখতে পারে : মানুষ সচরাচর জ্বিন দেখতে পায় না। কিন্তু কিছু জীব-জন্তু যেমন: গাধা ও কুকুর জ্বিন দেখতে পায়। নাবী (সা.) বলেছেন: “যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন আল্লাহর নিকট তাঁর অনুগ্রহ প্রার্থনা কর। কারণ সে কোন ফিরিশতা দেখেছে। আর যখন তোমরা গাধার ডাক শুনবে, তখন আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় প্রার্থনা কর। কারণ সে কোন শয়তান দেখেছে”। {সহীহুল বুখারী, হা/৩৩০৩; সহীহ মুসলিম,মাশা হা/৭০৯৬; মিশকাত, মাশা হা/১৪১৯} অন্য এক বর্ণনায় আছে, “যখন তোমরা কুকুর ও গাধার ডাক শুনবে, তখন আল্লাহর নিকট (শয়তান থেকে) আশ্রয় প্রার্থনা কর। কারণ তারা তা দেখতে পায়, যা তোমরা দেখতে পাও না”। {সুনানে আবু দাউদ, হা/৪২৫৬}।

জ্বিন ও ফিরিশতার মধ্যে পার্থক্য: ১.জ্বিন আগুনের সৃষ্টি, কিন্তু ফিরিশতা নুর থেকে সৃষ্টি।২. জ্বিন পানাহার করে, কিন্তু ফিরিশতা পানাহার করেন না। ৩.জ্বিন পাপ-পুণ্য করে, কিন্তু ফিরিশতা কেবল পুণ্য করেন এবং সর্বদা মহান আল­াহর ইবাদত ও আনুগত্য করেন। দুটিই অদৃশ্য জগৎ কিন্তু উভয় জগৎ ভিন্ন ভিন্ন।

শয়তান জ্বিন স¤প্রদায় ভুক্ত : মহান আল্লাহ বলেন, (স্বরণ কর) আমি যখন ফিরিশতাদেরকে বলেছিলাম, তোমরা আদমকে সিজদা কর, তখন ইবলীস ছাড়া সবাই সিজদা করল; (কানা মিনাল জ্বিন) সে ছিল জ্বিনদের একজন। সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল। {সূরা কাহাফ, আয়াত: ৫০}।

শয়তানের আকৃতি: শয়তানের আকৃত যেমন কুৎসিত তেমনি শক্তিতেও সে জ্বিনদের মধ্যে সবার চাইতে বেশী বলবান। উবাই বিন কাব (রা.) হতে বর্ণিত, তাঁর এক খেজুরের খামার ছিল। সেখানে হতে খেজুর কম হয়ে যাচ্ছিল। তাই এক রাত্রিতে তিনি পাহারা দিয়ে থাকলেন। হঠাৎ তিনি নব্য তরুণের ন্যায় এক জন্তু দেখতে পেলেন। তিনি তাকে সালাম দিলেন, সে তাঁর সালামের উত্তরও দিল। তিনি তার উদ্দেশ্যে বললেন, ‘কে তুমি? জ্বিন অথবা ইনসান?’ সে বলল, ‘আমি জ্বিন’। তিনি বললেন, কৈ তোমার হাতটা আমাকে দেখতে দাও। সে তার হাত দেখতে দিল। তার হাত ছিল কুকুরের পায়ের মত। তার দেহের লোমও ছিল কুকুরের মতো। তিনি সবিস্ময়ে প্রশ্ন করলেন, জ্বিনের সৃষ্টিগত আকৃতি কি এটাই? সে বলল, জ্বিনরা জানে যে তাদের মধ্যে আমার চেয়ে অধিক বলবান পুরুষ আর কেউ নেই। তিনি বললেন, এখানে কী জন্য এসেছ? সে বলল, আমরা খবর পেলাম যে, তুমি দান করতে ভালবাস। তাই তোমার খাদ্যভান্ডার হতে কিছু পাওয়ার উদ্দেশ্যে এসেছি। তিনি বললেন, ‘আচ্ছা তোমাদের অনিষ্ট থেকে বাঁচার উপায় কী? সে বলল, (উপায়) সূরা বাক্বারার এই আয়াত পাঠ (আল্লাহু লা ইলা-হা ইল্লাহ হুয়াল হাইয়্যূল কাইয়্যু,। যে ব্যক্তি সন্ধায় তা পাঠ করবে সে সকাল অবধি আমাদের অনিষ্ট থেকে নিরাপদে থাকবে। আর যে ব্যক্তি সকালে তা পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত আমাদের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে।

অতঃপর সকাল হলে তিনি আল্লাহর রাসূল (সা.)-এর নিকট এসে রাত্রের বৃত্তান্ত উল্লেখ করলেন। তা শুনে তিনি বললেন, ‘খবীস সত্যই বলেছে’।{সুনান আন নাসাঈ, ত্বাবারাণী, সহীহ তারগীব, হা/৬৬২}

জ্বিনদের খাবার ও পানীয়: জ্বিনেরা খাবার খায়। রাসূল্লাহ (সা.) বলেছেন: তোমাদের মধ্যে যখন কেউ আহার করে তখন যেন ডান হাত দিয়ে আহার করে এবং পান করার সময় যেন ডান হাত দিয়েই পান করে- কেননা শয়তান আহার করে বাম হাতে ও পানাহার করে বাম হাতে {সহীহ মুসলিম, হা/১০৫, ৩৭৬৪}।

একবার নাবী (সা.) আবু হুরাইরা (রা.)-কে পবিত্রতা অর্জনের জন্য ঢেলা আনতে বললেন এবং হাড় ও শুকনো গোবর আনতে নিষেধ করলেন। কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, “এ দুটি জ্বিনদের খাদ্য”। {সহীহুল বুখারী, তাও হা/৩৮৬০}
অন্যত্র তিনি (সা.) বলেছেন, “তোমরা গোবর বা হাড় দ্বারা পেশাব-পায়খানা পরিস্কার করো না, কারণ তা তোমাদের জ্বিন ভাইদের খাদ্য” {সহীহ আত-তিরমিযী, হা/১৮}

আল্লাহর নাম নিয়ে (বিসমিল্লাহ অথবা সালাম দিয়ে) গৃহে প্রবেশ করলে সে ঘরে শয়তান ও তার অনুচরেরা প্রবেশ করতে পারে না। বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করলে সে খাবারে শয়তান ও তার অনুচরের কোন অংশ থাকে না। {সহীহ মুসলিম ,হা/৫৩৮১}
হুযাইফা (রা.) বলেছেন: রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গে যখন আমরা কোনও খানার মজলিসে হাজির থাকতাম তখন তিনি (সা.) শুরু না করা পর্যন্ত আমরা কেউ-ই খাবারে হাত দিতাম না। একবারের ঘটনা। আমরা (রাসূলুল­াহ সা. এর সঙ্গে) খাওয়ার মজলিসে হাযির আছি। এমন সময় এক বেদুইন এল। যেন তাকে কেউ খাবারের দিকে তাড়িয়ে এনেছে। সে এসেই খাবারের দিকে হাত বাড়াল। রাসূলুল­াহ (সা.) তার হাত ধরে ফেললেন এবং তাকে বসিয়ে দিলেন। তারপর একটি মেয়ে (বালিকা) এল, তাকেও যেন হাঁকিয়ে আনা হলো। মেয়েটি এসে খাবরের পাত্রে হাত দিতে উদ্যত হলো। রাসূলুল্লাহ (সা.) তারও হাত ধরে ফেললেন। অতপর তিনি (সা.) বললেন: যে খাবারে আল্লাহর নাম নেওয়া হয় না, শয়তান তা নিজের জন্য হালাল করে নেয়। শয়তান এই বেদুঈনের সাথে খেতে এসেছিল। আমি তার হাত ধরে ফেললাম। তাই সে (শয়তান) ফের এই মেয়েটির সাথে এল এবং এর মাধ্যমে খাবারে ভাগ বসাতে চাইলে। এর হাতও আমি ধরে ফেললাম। যার হাতে আমার জীবন সেই সত্তার কসম! এই দুজনের হাতের সাথে শয়তানের হাতও আমার মুঠোর মধ্যে {সুনানে আবু দাউদ, হা/৩৭৬৬}

জ্বিনদের বিবাহ-শাদী ও বংশবৃদ্ধি: জ্বিনদের মধ্যে বিবাহ-শাদী ও বংশবৃদ্ধি হয়ে থাকে। শয়তানের বংশধর আছে। মহান আল্লাহ বলেছেন,“(স্মরণ কর) আমি যখন ফিরিশতাদেরকে বলেছিলাম, তোমরা আদমকে সিজদা কর, তখন ইবলিশ ছাড়া সবাই সিজদা করলো। (কানা মিনাল জ্বিন) সে ছিল জ্বিনদের একজন। সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল; তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে ও তার বংশধরকে (জুররিয়াতাহু) অভিভাবকরূপে গ্রহণ করবে; অথচ তারা তোমাদের শত্রু? সীমালংঘনকারীদের পরিনাম কত নিকৃষ্ট। {সূরা আল-কাহাফ, আয়াত: ৫০}

জ্বিন-ইনসানের আপোসে মিলন কি সম্ভব? এ ব্যাপারে আলেমদের মধ্যে এখতেলাফ রয়েছে। ইমাম সুয়ূতী, ইমাম ইবনে তাইমিয়া (রহ.) সহ আরোও অনেকে জ্বিন-ইনসানের মাঝে বিবাহ ও মিলন ঘটতে পারে বলে মত প্রকাশ করেছেন। পক্ষান্তরে অন্য কিছু উলামা বলেন, জ্বিন-ইনসানের মাঝে বিবাহ ও মিলন সম্ভব নয়। যেহেতু মহান আল্লাহ মানুষের নিজেদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করে অনুগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “তাঁর নিদর্শনাবলীর মধ্যে আর একটি নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা ওদের নিকট শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালবাস ও মায়া-মমতা সৃষ্টি করেছেন। চিন্তাশীল স¤প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে। {সূরা আর রূম, আয়াত: ২১}

জ্বিনদের বয়স ও মৃত্য: এতে কোন সন্দেহ নেই যে, জ্বিন ও শয়তানের মৃত্যু আছে। মহান আল্লাহ সুবহানাহু তায়ালা সূরা আর-রহমানের ২৬-২৭ নম্বর আয়াতে বলেন: (কুল্লু মান ‘আলাইহা ফান) “ভূ-পৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর। অবিনশ্বর শুধু তোমার মহিমময়, মহানুভব প্রতিপালকের মুখমন্ডল বা সত্তা”

তাদের গড় আয়ু কত, সে বিষয়ে কোন তথ্য জানা নেই। তবে জ্বিনের একটি অংশ বা ইবলিশ সম্বন্ধে মহান আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, সে কিয়ামত অবধি জীবিত থাকবে। {সূরা আরাফ, আয়াত: ১৪; সূরা আল হিজর, আয়াত: ৩৬; সূরা সোয়াদ, আয়াত: ৭৯; সূরা আল আরাফ, আয়াত: ১৫}

তারা যে মরে এবং তাদের হত্যা করা যায়, তার প্রমাণ খালেদ বিন অলীদ (রা.) উযযার শয়তানকে হত্যা করেছেন এবং মদীনার এক সাহাবী সাপরূপী এক জ্বিনকে হত্যা করেছেন।

জ্বিন ও শয়তানের বাসা:সহীহ হাদীসে আছে, শয়তান কোথাও বিশ্রাম নেয়। অতঃপর অন্ধকার ছেয়ে এলে তারা ছড়িয়ে পড়ে। এই জন্য নাবী (সা.) সেই সময় শিশুদেরকে ঘরের বাইরে যেতে দিতে নিষেধ করেছেন। {সহীহুল বুখারী, তাও হা/৩২৮০}শয়তান আযান শুনে পলায়ন করে। শয়তানদেরকে রামাদ্বান মাসে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।
অর্ধেক শরীর রোদে ও অর্ধেক ছায়াতে রেখে বসতে শয়তান ভালবাসে। এই জন্য নাবী (সা.) আমাদেরকে অনুরূপ বসতে নিষেধ করেছেন। {মুসনাদে আহমদ, সিলসিলা সহীহা, হা/৮৩৮}
এমন পশু যার সাথে শয়তান থাকে: হাদীসে এসেছে “কালো কুকুর শয়তান” অন্যত্র বর্ণিত হয়েছে “উট শয়তানী উপাদান থেকে সৃষ্ট” {সহীহ মুসলিম, হা/২৬৫, সুনানে আবু দাউদ, সুনান আত-তিরমিযী, সুনান আন-নাসাঈ, সুনানে ইবনে মাযাহ; সহীহা, হা/১৫৭৯}

জ্বিন জাতীর ক্ষমতা ও অক্ষমতা: ১. তাদের গতিবেগ দ্রæত: সুলাইমান (আ.)-এর ঘটনা…….. {সূরা নমল- ২৭: ৩৮-৪০}
২. জ্বিনদের মহাকাশ অভিযান: শয়তান জ্বিনেরা মহাকাশে আরোহণ করে আসমানী খবর চুরি করে শুনতে চায়। যাতে তারা ঘটনা ঘটার পূর্বে জানতে পারে। কিন্তু সর্বশেষ নবী প্রেরিত হওয়ার পর মহাকাশের নিরাপত্তা সুদৃঢ় করা হয়। তাদের বিশ্বাসী এক দলের কথা:

“আমরা আকাশ পর্যবেক্ষণ করে দেখেছি, কঠোর প্রহরী ও উল্বাপিন্ড দ্বারা তা পরিপূর্ণ। আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে (সংবাদ) শুনবার জন্য বসতাম, কিন্তু এখন কেউ (সংবাদ) শুনতে চাইলে, সে তার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিন্ডের সম্মুখিন হয় {সূরা জ্বিন- ৭২: ৮-৯}

কিছু শয়তান সেই খবর পৃথিবীতে তাদের সহচর গণকদের মনে পৌছে দেয়। গণকরা তাদের অনুমান ও ধারণার আরো শত মিথ্যা জুড়ে বিশদভাবে প্রচার করে। ফলে যা সত্য তা সত্য ঘটে, কিছু আন্দাজও সঠিক হয়ে যায় এবং অধিকতরই মিথ্যা ও অবাস্তব। {সহীহুল বুখারী, তাও হা/৪৭০১; সহীহ মুসলিম, হা/৫৯৫৫; ্এরূপ বর্ণনা আরো পাবেন সহীহুল বুখারী, তাও হা/৫৭৬২; ৩২১০}
মহান আল্লাহ বলেছেন: “আকাশে আমি গ্রহ-নক্ষত্র সৃষ্টি করেছি এবং ওকে করেছি দর্শকদের জন্য সুশোভিত। প্রত্যেক অভিশপ্ত শয়তান হতে আমি ওকে নিরাপদ রেখেছি। আর কেউ চুরি করে সংবাদ শুনতে চাইলে ওর পেছনে ছুটে প্রদীপ্ত আগ্নিশিখা (উল্কা)। {সূরা আল হিজর- ১৫: ১৬-১৮}
৩. জ্বিনদের শিল্পজ্ঞান: এ ব্যাপারে বহু যুগ পূর্বে নবী সুলাইমান (আ.)-এর নির্দেশে জ্বিনেরা বহু শিল্পকর্ম প্রদর্শন করেছে। {সূরা সাবা- ৩৪: ১২-১৩}

৪. জ্বিনদের স্বেচ্ছারূপ ধারণ করার ক্ষমতা: জ্বিনেরা স্বেচ্ছামতো রূপ ধারণ করার ক্ষমতা রাখে। কখনো মানুষ, আবার কখনো কোন জীব-জন্তুর আকারে মানুষের কাছে আবির্ভূত হয়। বদরের দিন শয়তান সুরাকা বিন মালেকের রূপ ধারণ করে মুশরিকদের নিকট এসেছিল এবং বিজয়ের সুসংবাদ শুনিয়েছিল। অতঃপর যুদ্ধ শুরু হল এবং অবতীর্ণ ফিরিশতা দেখতে পেলে সে পালিয়ে যায়। মহান আল্লাহ সে কথা কুরআনে বলেছেন, “স্মরণ কর, শয়তান তাদের কার্যাবলীকে তাদের দৃষ্টিতে সুশোভিত করেছিল এবং বলেছিল, আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হবে না, আর আমি অবশ্যই তোমাদের সহযোগী (প্রতিবেশী)। অতঃপর দু‘দল যখন পরম্পরের সম্মুখীন হল, তখন সে পিছু হটে সরে পড়ল ও বলল, নিশ্চয় তোমাদের সাথে আমার কোন সম্পর্ক নেই। নিশ্চয় আমি তা দেখি, যা তোমরা দেখতে পাও না। নিশ্চয় আমি আল­াহকে ভয় করি। আর আল্লাহ শাস্তি দানে কঠোর। {সূরা আল আনফাল- ৮: ৪৮}

৫. “কালো কুকুর শয়তান”{সহীহ মুসলিম, মাশা হা/১১৬৫}
৬.গৃহবাসী সাপ জ্বিন: জ্বিন কখনো কখনো সাপের আকৃতি ধারণ করে মানুষেন বাসায় বসবাস করে। এ জন্য নবী (সা.) বাড়ির ভিতর তাড়াহুড়া করে সাপ হত্যা করতে নিষেধ করেছন। যাতে কোন মুসলিম জ্বিন অকারণে মারা না যায়। তিনি (সা.) বলেছেন: “অবশ্যই মদীনায় কিছু জ্বিন আছে, যারা মুসলমান হয়েছে। সুতরাং তাদের কাউকে (সাপ আকারে) দেখলে তাকে তিন বার সর্তক কর। অতঃপর উচিত মনে হলে তাকে হত্যা কর। কারণ সে শয়তান। {সহীহ মুসলিম, হা/৫৯৭৬}

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর