রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১১২

রমজানে ওমরার বিশেষ ফযিলত ও বিধিবিধান

প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯  

ওমরা শব্দের আভিধানিক অর্থ হচ্ছে জিয়ারত করা, সাক্ষাত করা। পরিভাষায় ওমরা বলা হয়, নির্দিষ্ট কিছু বিষয় মেনে বাইতুল্লাহ শরিফের জিয়ারত করা। (আল ফিকহুল হানাফি ফি ছাওবিহিল জাদিদ, খন্ড-২, পৃষ্ঠা-৪৭২)।

ওমরার ফযিলত:  নফল ইবাদত যত বেশি আদায় করা যায় ততই সওয়াব। ওমরার ক্ষেত্রেও একই কথা। যতবেশি ওমরা আদায় করা যাবে সওয়াব ততবেশি হবে। ওমরার ফযিলত প্রসঙ্গে রাসূল (সা.) বলেন, ‘প্রথম ওমরা আদায়ের পর দ্বিতীয় ওমরা আদায় করার দ্বারা দুই ওমরার মাঝের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয় এবং যথাযথভাবে হজ আদায় করার প্রতিদান হচ্ছে জান্নাত।’ (সহিহ বোখারি-১৭৭৩)। অবশ্য গুনাহ মাফের ব্যাপারে উলামায়ে কেরামের মত হচ্ছে এর দ্বারা শুধু সগিরা গুনাহ মাফ হবে আর কবিরা গুনাহ মাফের জন্য তওবা করা শর্ত।

রমজানে ওমরা করলে হজের সমান ছওয়াব: ওমরা আদায়ে বিশেষ ফযিলতের কথা আলোচনায় এসেছে। তবে অন্যান্য মাসের চেয়ে রমজানে ওমরা আদায় করলে ফযিলত আরো বেশি। হাদিসটি ইবনে আব্বাস (রা.) এর সূত্রে বর্ণিত হয়েছে। ঘটনাটি এক মহিলার। সে বাহনের অভাবে রাসূল (সা.) এর সঙ্গে হজ করতে পারেনি। রাসূল (সা.) হজ করতে না পারার কারণ সম্পর্কে জানতেন না। তাই তিনি ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, তুমি আমাদের সঙ্গে কেন হজ করলে না? মহিলা বাহনের অভাবের কথা জানালে রাসূল (সা.) বলেন, সামনে যখন রমজান আসবে তখন তুমি ওমরা করবে। কেননা, রমজানে ওমরা করলে হজ্জের সমান ছওয়াব হয়। (সহিহ বোখারি-১৭৮২)।

 

হজের আগে ওমরা করা কী নিষেধ? আমাদের সমাজে একটি ভুল ধারণার প্রচলন আছে। তা হচ্ছে, হজ করার আগে ওমরা করা যায় না। এই ভুল ধারণা হয়তো যুগের পর যুগ ধরে চলে আসছে। তাই এই ধারণা দূর করার জন্য ইমাম বোখারি (রাহ.) সহিহ বোখারিতে একটি অধ্যায়ই রচনা করেছেন। তিনি সেখানে হাদিস দ্বারা প্রমাণ করেছেন যে, হজের আগে ওমরা করা যায়। হজরত ইকরেমা ইবনে খালেদ (রহ.) ইবনে ওমর (রা.)-কে জিজ্ঞেস করলেন, হজের আগে ওমরা করতে কী কোনো সমস্যা আছে? ইবনে ওমর (রা.) বলেন, রাসূল (সা.) হজের আগে ওমরা করেছিলেন। তাই এতে কোনো সমস্যা নেই। (সহিহ বোখারি-১৭৭৪)।

ওমরায় যত কষ্ট তত সওয়াব: বিদায় হজ্জের সময় হজরত আয়শা (রা.) হজের মধ্যবর্তী সময়ে ঋতুবর্তী হয়ে যান। তখন তিনি তওয়াফ ব্যতিত বাকি সকল কার্যক্রম চালিয়ে যান। ঋতু থেকে পবিত্র হওয়ার পর তিনি তওয়াফ করেন এবং রাসূল (সা.)- কে বলেন, আপনারা হজ ও ওমরা করেছেন আর আমি শুধু হজ করব? একথা শুনে হজরত আয়শার ভাই আব্দুর রহমান (রা.)-কে রাসূল (সা.) নির্দেশ দিলেন তানঈম নামক স্থানে তাকে নিয়ে যেতে এবং সেখান থেকে নতুনভাবে ওমরার কার্যক্রম সম্পন্ন করতে। এবং একথাও বললেন, তুমি সওয়াব পাবে তোমার খরচ বা কষ্ট অনুযায়ী। (সহিহ বোখারি-১৭৮৭)। অর্থাৎ অন্যদের তুলনায় তোমার কষ্ট বেশি হয়েছে বিধায় তুমি সওয়াবও বেশি পাবে।

 

ওমরা আদায়ের সময়: ইমাম মালেক (রাহ.) এর মতে এক বছরে একাধিক ওমরা করা মাকরুহ। অন্যদের মতে বছরে কয়েকবার ওমরা করতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় মতের দলিল হচ্ছে, হজরত আয়শা (রা.) থেকে একমাসে দুইবার ওমরা করা প্রমাণীত আছে। এক ওমরার পর দ্বিতীয়বার ওমরা করার দ্বারা উভয় ওমরার মাঝের গুনাহ মাফ হওয়ার কথা হাদিসেই বলা হয়েছে আর দুই ওমরার মাঝে কোনো সময়ের শর্তও যুক্ত করা হয়নি। হজরত আলী (রা.) মাসে একবার ওমরা আদায় করতেন। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বছরে কয়েকবার ওমরা আদায় করতেন।

ইসলামের পূর্বে আরবরা হজের মাসগুলোতে ওমরা আদায় করাকে অপছন্দ করত। রাসূল (সা.) হজের মাসে ওমরা আদায়ের অনুমতি দিয়েছেন। হজরত ইবনে আব্বাস (রা.) এর সূত্রে বর্ণিত হাদিসে এসেছে, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য ওমরাকে হজের মধ্যে দাখেল করে দেয়া হয়েছে।

হানাফি মাজহাব মতে জিলহজ মাসের পাঁচদিন ওমরা আদায় করা মাকরূহে তাহরিমী। সেই পাঁচদিন হচ্ছে- জিলহজ মাসের নয়, দশ, এগার, বার ও তের তারিখ । তবে কেউ এই দিনগুলোতে ওমরা আদায় করলে আদায় হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবে। (কামুসুল ফিকহ, খন্ড-৪, পৃষ্ঠা-৪১৪)।

 

ওমরার ফরজ ও ওয়াজিব সমূহ: ওমরা শরিয়তের সহজ একটি আমল। ওমরার ফরজ আমল দুটি আর ওয়াজিবও দুটি। ফরজ দুটি হচ্ছে- (ক) ইহরাম বাঁধা (খ) তওয়াফ করা। ওয়াজিব দুটি হচ্ছে- (ক) সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌঁড়ানো, যাকে আরবিতে বলা হয় ‘সাঈ’ করা। (খ) মাথা মুণ্ডানো বা চুল ছোট করা। (আল ফিকহুল হানাফি ফি ছাওবিহিল জাদিদ, খন্ড-১, পৃষ্ঠা-৪৬৮)।

ইহরাম বাঁধার পদ্ধতি: ইহরাম বাঁধার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ থেকে ফারেগ হওয়া। যেমন- হাত পায়ের নখ কাটা, নাভির নিচের লোম পরিষ্কার করা ইত্যাদি। ফকিহগণ এগুলোকে মোস্তাহাব বলেছেন। এরপর সম্ভব হলে গোসল করবে, অন্যথায় ওজু করে নিবে। এই সময়ের গোসল মূলত পরিষ্কার- পরিচ্ছন্নতার জন্য। এ কারণে, ঋতুবর্তী মহিলাদের জন্যও ইহরামের পূর্বে গোসল করে নেয়া মোস্তাহাব। গোসলের পর ইহরামের কাপড় পরিধান করবে এবং সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করবে। অতঃপর ইহরামের সুন্নাত হিসেবে দুই রাকাত নামাজ আদায় করবে। তবে খেয়াল রাখতে হবে নামাজ যেন শরিয়তের নিষিদ্ধ বা মাকরুহ সময়ে না হয়। নামাজের পর তওবা, ইস্তেগফার পড়ে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাইবে। এরপর দৃঢ়তার সঙ্গে হজ বা ওমরার নিয়ত করবে। নিয়ত মুখে বলা উত্তম। আরবিতে বলার দ্বারা বিশেষ কোনো ফায়দা নেই। বলবে, হে আল্লাহ! আমি হজ বা ওমরার নিয়ত করেছি। অতএব আপনি আমার জন্য এটাকে সহজ করে দিন এবং আমার এই আমলকে কবুল করে নিন। এরপর তালবিয়া পড়া শুরু করার দ্বারা সে হজ বা ওমরার ইহরাম বাঁধা সম্পন্ন করবে।

ওমরা করা ওয়াজিব নাকী সুন্নত? ওমরা একটি ফযিলতপূর্ণ কাজ। কিন্তু ওমরা করার হুকুম কী, ওয়াজিব নাকি সুন্নত? আল্লাহ তায়ালা আল কোরআনে হজের সঙ্গে সঙ্গে ওমরা আদায়েরও নির্দেশ দিয়েছেন। যেমন সূরা বাকারাতে বলা হয়েছে, ‘আর তোমরা আল্লাহ তায়ালার জন্য হজ ও ওমরা পরিপূর্ণ কর।’ (সূরা বাকারা-১৯৭)। শরিয়তের মূলনীতি হচ্ছে আল্লাহ তায়ালার আমল বা নির্দেশবাচক শব্দ দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয়। তাই কোনো কোনো ফকিহের মত হচ্ছে, ওমরা করা ওয়াজিব। তবে তিরমিজি শরিফের এক বর্ণনায় এসেছে, হজরত জাবের (রা.)-কে জিজ্ঞেস করা হয়েছিলো ওমরা আদায় করা কী ওয়াজিব? তখন উত্তরে তিনি বলেন, না বরং ওমরা করা উত্তম। (সুনানে তিরমিজি-৯৩১)। ইমাম তিরমিজির মতে এই হাদিসটি সহিহ এবং হাসান, যা দলিলের জন্য উপযুক্ত। তাই কোনো কোনো ফকিহের মত হচ্ছে, ওমরা করা সুন্নত। হানাফি মাজহাবের মতও হচ্ছে ওমরা করা সুন্নত।

রাসূল (সা.) কতবার ওমরা করেছিলেন? ওমরার আলোচনায় প্রাসঙ্গিকভাবে চলে আসে রাসূল (সা.) কতবার ওমরা করেছিলেন। এ জন্য হাদিস ও সীরাতের গ্রন্থসমূহে রাসূল (সা.) এর ওমরা নিয়ে পৃথকভাবে আলোচনা করা হয়েছে। ইমাম বোখারি (রাহ.) এ ব্যাপারে সহিহ বোখারিতে একটি অধ্যায় রচনা করেছেন। তিনি এই অধ্যায়ের শিরোনাম দিয়েছেন ‘রাসূল (সা.) কতবার ওমরা করেছিলেন?’

 

হাদিস ও সীরাতের কিতাব থেকে জানা যায়, রাসূল (সা.) মোট চারবার ওমরা করেছিলেন। সহিহ বোখারিতে হজরত মুজাহিদ (রা.) এর সূত্রে এ মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে। হজরত উরওয়া (রহ.) ইবনে ওমর (রা.)-কে জিজ্ঞেস করলেন, রাসূল (সা.) কতবার ওমরা আদায় করেছিলেন? তিনি চারবারের কথা বললেন এবং এ কথাও বললেন, কোনো একটি ওমরা রাসূল (সা.) রজব মাসে আদায় করেছিলেন। চারবার হচ্ছে যথা-

প্রথম: হুদাইবিয়ার সন্ধির সময়। মদিনায় আসার পর ষষ্ঠ হিজরির ঘটনা। রাসূল (সা.) স্বপ্নে দেখেন সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি বাইতুল্লায় হজ আদায় করছেন। জাগ্রত হওয়ার পর তাই তিনি ওমরা আদায়ে সিদ্ধান্ত নিলেন। সাহাবায়ে কেরামের বিশাল এক জামাত নিয়ে ওমরা আদায়ের উদ্দেশ্যে হুদাইবিয়া নামক স্থানে পৌঁছলে, মক্কার মুশরিক সম্প্রদায় দ্বারা বাধাপ্রাপ্ত হন। এবং এখানেই ঐতিহাসিক হুদাইবিয়া সন্ধি হয়। সন্ধির শর্ত মোতাবেক রাসূল (সা.) ওমরা সম্পন্ন না করেই ফিরে আসেন। তাই রাসূল (সা.) এর প্রথম ওমরা অসম্পন্ন ছিলো।

দ্বিতীয়: হুদাইবিয়া সন্ধির কারণে প্রথমবার ওমরা করতে না পারায় নবী করিম (সা.) সপ্তম হিজরিতে ওই ওমরার কাযা আদায় করেন। আল কোরআনে বর্ণিত ‘আর তোমরা আল্লাহ তায়ালার জন্য হজ ও ওমরা পরিপূর্ণ কর।’ এর মর্ম রাসূল (সা.) আমলের দ্বারা দেখিয়েছেন। অর্থাৎ ওমরা শুরু করার পর কোনো কারণে যদি তা সম্পন্ন করা সম্ভব না হয় তাহলে পরবর্তীতে তা পূর্ণ করতে হবে, যাকে শরয়ি পরিভাষায় ‘কাযা করা’ বলা হয়। অনেক ভাই মনে করেন নামাজ কাযা হয়ে গেলে তা আদায় করতে হয় না। কিন্তু রাসূল (সা.) আমাদের দেখালেন যে, আদায়যোগ্য কোনো কাজ কাযা হয়ে গেলে পরবর্তীতে তা আবার আদায় করতে হয়।

তৃতীয়: মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধ সংগঠিত হয় । তাতে রাসূল (সা.) উপস্থিত ছিলেন। সেখান থেকে ফিরে আসার সময় ‘জির্আরানা’ নামক স্থান থেকে ইহরাম বেঁধে ওমরা আদায় করেন। এই ওমরা আদায় করেছিলেন অষ্টম হিজরিতে।

চতুর্থ: দশম হিজরিতে নবী করিম (সা.) বিদায় হজ করেন। ওই হজে নবী করিম (সা.) ‘কিরান হজ’ করেছিলেন। ‘কিরান হজ’ বলা হয় হজ ও ওমরা একসঙ্গে আদায় করাকে।

হজের ন্যায় ওমরাও মুসলমানদের বড় একটি ইবাদত। সারা বিশ্বের লক্ষ্য লক্ষ্য মুসলমান প্রতি বছর ওমরা আদায় করে। কিন্তু বর্তমানে হজ ও ওমরার মতো গুরুত্বপূর্ণ আমলগুলো আদায় করার ক্ষেত্রেও মানুষ যুলুমের শিকার হচ্ছে। বাইতুল্লাহ শরিফে গিয়ে ছবি তোলা, সেলফি ও ভিডিও লাইভ দেখানোর মতো গর্হিত কাজে আমরা লিপ্ত হয়ে যাই। হজ ও ওমরা আল্লাহর জন্য করা, লোক দেখানোর জন্য নয়। তাহলেই আমার হজ ও ওমরা আখেরাতে মুক্তির উসিলা হবে।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর