সালমান খানের নির্বাচনীয় টুইট!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০৬ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার
আসন্ন লোকসভার নির্বাচনে কোন দলের প্রার্থী হবেন না বলে জানিয়ে দিয়েছেন ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান।
বৃহস্পতিবার টুইটারে এমন কথা জানিয়ে দেন তিনি।
তিনি জানান, গুজবের পরিপ্রেক্ষিতে একথা বলতে চাই যে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছি না বা কোন রাজনৈতিক দলের হয়ে প্রচারণাতেও অংশ নিচ্ছি না।
সম্প্রতি মধ্যপ্রদেশ কংগ্রেসের তরফে ইন্দোরে দলের হয়ে সালমানকে প্রচারণায় অংশ নিতে অনুরোধ করা হয়েছে। কিন্তু সালমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রচারে অংশ নেবেন না।
এদিকে, এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নিয়েছিলেন সালমান। কিন্তু এবার তিনি মুখের উপর ‘না’ বলে দিলেন।
প্রসঙ্গত, ভারতের মধ্যপ্রদেশের সবচেয়ে বড় শহর ইন্দোর বরাবরই বিজেপির একটি শক্তঘাঁটি হিসেবে পরিচিত। এছাড়া, ইন্দোরের পালাসিয়া এলাকায় ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন সালমান। ছোটবেলাটা তার এখানেই কাটে।
প্রসঙ্গেত, ২০০৯ সালে এই ইন্দোরের মেয়র নির্বাচনে কংগ্রেস প্রার্থী পঙ্কজ সাংভীরকে সমর্থন করে একটি রোড শো-তে অংশ নিয়েছিলেন সালমান। এরপর ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও গুজরাটে ঘুড়ি উৎসবে যোগ দেন দাবাংখ্যাত এ অভিনেতা।