মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবশেষে মুক্তি পেল মৌসুমী অভিনীত ‌‌‌‌‌‘লিডার’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৬ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার

দীর্ঘ প্রতিক্ষার পর আবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল ঢালিউড প্রিয়দর্শিনী মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘লিডার’। চলচ্চিত্রটি ঢাকাসহ সারা দেশের ১৬টি প্রেক্ষাগৃহে দেখা যাবে বলে ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন পরিচালক দিলশাদুল হক শিমুল।

 

হলগুলো হচ্ছে, স্টার সিনেপ্লেক্স-ঢাকা, যমুনা ব্লকবাস্টার, সিনেমাস- ঢাকা, রাজমনি-ঢাকা, পূরবী- ঢাকা, আনন্দ-ঢাকা, মুক্তি-ঢাকা, গীত-ঢাকা, সেনা অডিটোরিয়াম/ সৈনিক ক্লাব-ঢাকা ক্যান্টনমেন্ট, বর্ষা-গাজীপুর, রানীমহল-ডেমরা, গুলশান-নারায়নগন্জ, রজনীগন্ধা-চালা, পূর্বাশা-শান্তাহার, রাজিয়া-নাগড়পুর, কেয়া-টাঙ্গাইল।

 

১৩ সালে ‌‘লিডার’ নির্মাণ শুরু হলে তা শেষ হয় ১৫তে। এরপর ১৬ সালের প্রথম দিকে প্রেক্ষাগৃহে প্রদর্শনীর অনুমতির জন্য সেন্সরে জমা দেওয়া হয় চলচ্চিত্রটি। রাজিনীতিক গল্পের এই চলচ্চিত্রটির ১৭ সালে ছাড়পত্র পায়। তখন থেকেই কোন একটি জাতীয় দিবসে চলচ্চিত্রটি মুক্তি দেবার কথা জানিয়ে আসছিলেন পরিচালক শিমুল। অবশেষে এবার স্বাধীনতা দিবসকে সামনে রেখে মুক্তি পেল চলচ্চিত্রটি।

‘লিডার’এ নাম ভুমিকায় অভিনয় করেছেন মৌসুমী। এতে আরো অভিনী করেছেন ফেরদৌস, অমর সানী, আহমেদ শরীফ, শহিদুল আলম সাচ্চু, নাদের চৌধুরী প্রমুখ।