মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

ইবি শিক্ষক নুরুল ইসলামের পিএইচডি ডিগ্রি অর্জন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪১ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম পিএচইডি ডিগ্রী অর্জন করেছেন। তার পিএইচডি গবেষণার প্রতিপাদ্য বিষয় ছিল ‘এক্সাক্ট সলিউশন টু দি ফ্রাকশনাল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ম্যাথমেটিক্যাল ফিজিক্স’।

শুক্রবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪৩তম সিন্ডিকেট সভায় তার পিএচইডি ডিগ্রীর বিষয়টি চূড়ান্তভাবে পাশ হয় বলে জানা যায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. আলী আকবরের তত্ত্বাবধায়নে তিনি এ ডিগ্রী লাভ করেন। তার গবেষনায় ‘ভগ্নাংশে ডিফারেনশিয়াল সমীকরন’ এর বিষয়টি উঠে এসেছে।

এ বিষয়ে সহকারী অধ্যাপক নুরুল ইসলাম জানান, ‘সিগন্যাল প্রসেসিং ওয়েভসহ সকল প্রকার ট্রাভেলিং ওয়েভ এর ক্ষেত্রে ফেকশনাল ডিফারেনশিয়াল ইকুয়েশন এ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে যা এই গবেষণায় উঠে এসেছে। তাছাড়া ক্লাসিক্যাল মেকানিকস এর ডিফারেনশিয়াল ইকুয়েশন এর মডেলগুলো ফ্রাকশনাল মডেলে রূপান্তর করা সম্ভব হবে।

সহকারী অধ্যাপক নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে অনার্স এবং ২০০৪ সালে মাস্টার্স পাশ করেন। ২০১০ সালে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।