মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

কঙ্গনা রাজনীতিতে!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার

ইতিহাসের পাতা থেকে এবার রাজনীতির আঙিনায় পা রাখছেন কঙ্গনা রনৌত। ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবির সাফল্যের পর এবার তিনি রাজনীতিবিদ। আজ ২৩ মার্চ কঙ্গনা রনৌতের জন্মদিন। জানা গেছে, জন্মদিনে এই বলিউড সুন্দরী তাঁর ভক্তদের দারুণ এক উপহার দিয়েছেন। জানালেন, এবার তাঁকে দেখা যাবে চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়ললিতার চরিত্রে। বিটাউনের দাপুটে অভিনেত্রী কঙ্গনা রনৌতের বয়স এখন ৩১। আজ নিজের বিশেষ দিনটিতে তিনি নতুন এই ছবির ঘোষণা দিয়েছেন।

ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী এবং খুব প্রভাবশালী ও দক্ষ রাজনীতিবিদ জয়ললিতাকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে। জয়ললিতাকে দক্ষিণে ‘পুরাটছি তালাইভি’ অর্থাৎ ‘বৈপ্লবিক নেত্রী’ হিসেবে সম্বোধন করা হয়। জয়ললিতার জীবনের ওপর নির্মিত বায়োপিকটি তামিল ও হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে। তামিল ছবির নাম ‘তালাইভি’ আর এই ছবির হিন্দি নাম ‘জয়া’।

 

কঙ্গনা রনৌতদক্ষিণের জনপ্রিয় পরিচালক এ এল বিজয় ছবিটি পরিচালনা করবেন। তিনি বলেন, ‘জয়ললিতা ম্যাডাম ভারতীয় রাজনীতির একজন দক্ষ নেত্রী। তাঁর মতো ব্যক্তিত্বকে নিয়ে বায়োপিক নির্মাণ সহজ ব্যাপার নয়। আমাকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব সততা আর অত্যন্ত যত্ন নিয়ে বায়োপিকটি নির্মাণ করতে।’

‘তালাইভি’ ছবিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রনৌত। এ প্রসঙ্গে এ এল বিজয় বলেন, ‘আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত, কারণ ভারতের অন্যতম বড় তারকা আর অত্যন্ত প্রতিভাময়ী অভিনেত্রী কঙ্গনা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি জয়ললিতার মতো ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করছেন।’

‘বাহুবলী’ ও ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’র চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ এই ছবির গল্প লিখছেন। বিষ্ণু বর্ধন ইন্দুরি, শৈলেশ আর সিং ভাইবরি ও কর্মা মিডিয়ার ব্যানারে ছবিটি তৈরি হবে। প্রযোজক শৈলেশ আর সিং ভাইবরি বললেন, ‘কঙ্গনার সঙ্গে আমি পঞ্চমবার কাজ করতে চলেছি। তাঁর সঙ্গে কাজ করা মানে নিজেকে আরও উন্নত করা। আর আমি অত্যন্ত খুশি যে বিশিষ্ট এক ব্যক্তিত্বের ওপর ছবিটি নির্মিত হবে।’

কঙ্গনা রনৌতএই বায়োপিক নিয়ে কঙ্গনা রনৌত বলেছেন, ‘জয়ললিতা দেশের অন্যতম সেরা সফল নারী। তাঁর কাহিনি অত্যন্ত গর্বের। তিনি ছিলেন সুপারস্টার। আর ধীরে ধীরে ভারতীয় রাজনীতির এক দাপুটে নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আমি খুবই ভাগ্যবতী যে এত বড় একটি কাজের অংশ হতে পারছি।’

জন্মদিনে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবেন কঙ্গনা রনৌত। প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের শহর মানালিতে পরিবারের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করবেন। কিন্তু আজ তাঁর আগামী ছবি ‘মেন্টাল হ্যায় ক্যায়া’ ছবির প্রচারণা চিত্র শুট করতে হবে। আগামী মে মাসের শেষ দিকে একতা কাপুর প্রযোজিত ছবিটি মুক্তি পাবে। ‘মেন্টাল হ্যায় ক্যায়া’ ছবিতে কঙ্গনা রনৌতের বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে। এ ছাড়া অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত স্পোর্টস ড্রামা ছবি ‘পাঙ্গা’তে তিনি কাজ করছেন। আগামী এপ্রিল মাস থেকে এই ছবির শুটিং শুরু হবে। দিল্লি আর কলকাতায় ‘পাঙ্গা’ ছবির শুটিং হওয়ার কথা আছে।