রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

বাস থেকে ফেলে সিকৃবি শিক্ষার্থীকে হত্যা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৩ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার

ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে শনিবার সন্ধ্যায় বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে সিকৃবির এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত ওয়াসিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউপির রুদ্র গ্রামের মো. আবু জাহেদ মাহবুবের ছেলে। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বষের ছাত্র।

 

এদিকে এ ঘটনায় সিলেটের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থান নিয়েছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

নিহত ওয়াসিমের সহপাঠী আহবাব বলেন, ওয়াসিম ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি থেকে সিলেটে আসার উদ্দেশ্যে ময়মনসিংহ রোডের উদার পরিবহন নামের একটি বাসে উঠে। সেখানে বাসের হেল্পার ও চালকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে ওই বাসের চালক ও হেল্পার মিলে তাকে চলতি বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে থানার এসআই কামরুল ইসলাম বলেন, উদার পরিবহন বাসটি তারাকান্দি, মধুপুর হয়ে ময়মনসিংহ সড়কে চলাচল করে। ওয়াসিমসহ সিকৃবির কয়েকজন ছাত্র ঘটনাস্থলে নামার সময় হেলপার বাসের দরজা লাগিয়ে দেন। পরে চালক বাস দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় ওয়াসিম বাসের নিচে পড়ে নিহত হন। এ ঘটনায় বাসটিকে সিলেটের ওসমানী নগরের বেগমগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

 

সিলেট ওসমানী মেডিকেল পুলিশ ক্যাম্পের এসআই ফারুক আহমদ বলেন, ওয়াসিম আফনানকে হাসপাতালে আনার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

সিকৃবির রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, হত্যার খবর পেয়ে সিলেট ওসমানী হাসপাতালে এসেছি। এখনো মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পুরো ঘটনা এখনো বলা যাচ্ছে না।