সিকৃবি শিক্ষার্থী হত্যায় বাসের হেলপার আটক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১৫ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম তাহসিনকে হত্যার ঘটনায় বাস হেলপারকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৩টায় সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় গ্রামে শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মাসুক আলী সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়ার দৌলত আলীর ছেলে।
সুনামগঞ্জের এসপি মো. বরকতুল্লাহ খান বলেন, মোবাইল ট্র্যাকিং করে তার অবস্থান সনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্র হত্যার ঘটনার জন্য বাসের সুপারভাইজারকে দায়ি করছে সে। তাকে মৌলভীবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ওয়াসিম ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি থেকে সিলেটে আসার উদ্দেশ্যে ময়মনসিংহ রোডের উদার পরিবহন নামের একটি বাসে উঠে। সেখানে বাসের হেলপার ও চালকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে চালক ও হেলপার মিলে তাকে চলতি বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বাসটিকে সিলেট ওসমানীনগরের বেগমগঞ্জে রেখে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।