বাংলা গানের ইতিহাসে সেরা চার গান শাহনাজ রহমতুল্লাহ’র
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৪৫ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার
প্রখ্যাত সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ মারা গেছেন। তবে রয়ে গেছে তার মধুঝরা কণ্ঠের কালজয়ী এবং শ্রোতাপ্রিয় গান। ১৯৬৪ সালে আনুষ্ঠানিকভাবে রেডিও ও চলচ্চিত্রে গান গাওয়ার যাত্রা শুরু করেন তিনি।
দীর্ঘদিনের অসংখ্য কালজয়ী গান গাওয়ার পাশাপাশি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার। এছাড়া একুশে পদক সম্মানেও ভূষিত হয়েছেন তিনি। তবে শাহনাজ রহমতুল্লাহ চিরকাল শ্রদ্ধার আসনে থাকবেন বাংলা গানের ইতিহাসে সেরা চার গানের জন্য।
বিবিসি বাংলা ২০০৬ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি গান নিবার্চন করেছে। আর এ নির্বাচন হয়েছে শ্রোতাদের বিচারে। যেখানে উঠে এসেছে শাহনাজ রহমতুল্লাহ গাওয়া চারটি গান।
তালিকার ৯ নম্বরে আছে ‘এক নদী রক্ত পেরিয়ে’ গানটি। আর এটির গীতিকার ও সুরকার ছিলেন খান আতাউর রহমান। ১৩ নম্বর স্থানে রয়েছে ‘জয় বাংলা বাংলার জয়’ গানটি। এই গানের গীতিকার ছিলেন মাজহারুল আনোয়ার ও সুরকার ছিলেন শিল্পীর বড় ভাই আনোয়ার পারভেজ। আর এই গানটি ১৯৭০ সালে স্বাধীন বাংলা বেতারের সূচনা সংগীত হিসেবে তৈরী করা হয়।
শিল্পী শাহনাজ রহমতুল্লাহর গাওয়া ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’ গানটি তালিকার ১৫ নম্বর স্থান দখর করে আছে। এই গানের গীতিকার ছিলেন মাজহারুল আনোয়ার ও সুরকার আনোয়ার পারভেজ।
‘একতারা তুই দেশের কথা বলে এবার বল’ গানটি রয়েছে ১৯ নম্বরে। এই গানটিও আনোয়ার পারভেজের সুরে গাজী মাজহারুল আনোয়ারের কথায় গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ।
প্রসঙ্গত, কিংবদন্তী কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ শনিবার রাত ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার বারিধারার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।