মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘আশির দশকের ইতিহাসের পুনরাবৃত্তি করছে ‘পাসওয়ার্ড’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৪ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার

চলতি মাসের প্রথম দিন থেকে শুটিং শুরু হয়েছে ঢালিউডের অন্যতম সফল নির্মাতা মালেক আফসারীর নতুন চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। এসকে ফিল্মের ব্যনারে নির্মিত এই চলচ্চিত্রটির প্রযোজনা করছেন মো. ইকবাল হোসেন। এতে সুপারস্টার শাকিব খানের সঙ্গে আবারো দেখা যাবে দর্শকপ্রিয় নায়িকা বুবলিকে।

কিন্তু মজার খবর হলো চলচ্চিত্রটির শুটিং শেষ হওয়ার আগেই শুরু হয়ে গেছে হল বুকিং। যখন প্রদর্শক সমিতির নেতারা সারা দেশের হল বন্ধের ঘোষণা দিয়েছেন ঠিক সেই সময়ে এই হল বুকিংয়ের খবরে যেন স্বস্তির নিশ্বাস ফেলছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। শনিবার দুটিসহ প্রায় ৯টি হল বুকিং হয়ে গেছে বলে ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন ‘পাসওয়ার্ড’ প্রযোজক ইকবাল হোসেন।

তিনি বলেন, চলচ্চিত্রের এই ক্রান্তিকালে ইতিহাস গড়ছে ‘পাসওয়ার্ড’। শুটিং শুরুর পর থেকেই চলছে হল বুকিং। আজ (শনিবার) সহ প্রায় ৯টি হল এরই মধ্যে সবচেয়ে বেশি রেন্টালে বুকিং হয়েছে। আশির দশকে আমাদের চলচ্চিত্র হল মালিকরা এভাবে শুটিং চলাকালীন সময়ে বুকিং করতেন। ‘পাসওয়ার্ড’ আশির দশকের ইতিহাসের পুনরাবৃত্তি করছে।

‘পাসওয়ার্ড’এ শাকিব খান-বুবলি ছাড়া আরো অভিনয় করছেন, মিশা সওদাগর, ডন, জাহিদ, শাবান মাহমুদ প্রমুখ। চলচ্চিত্রটি আগামী ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক ইকবাল হোসেন।