মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আপনিই বাংলাদেশ আপা : আসিফ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৬ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার

শনিবার রাতে এশার নামাযরত অবস্থায় কালজয়ী সঙ্গীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ মৃত্যুর কোলে টলে পড়েন। বরেন্য এই শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শোবিজ অঙ্গনে। শোক প্রকাশ করে বাংলাসঙ্গীতের যুবরাজ আসিফ আকবর তার ফেসবুক স্টাটাস দিয়েছে। 

আসিফ আকবর লিখেছেন, টরন্টো থেকে প্যান্সিলভ্যানিয়া , নিউ জার্সি থেকে নিউইয়র্ক। দীর্ঘ ভ্রমণ শেষে হোটেলে আমার রুমে ঢুঁকেই দেখলাম আপা কোনের একটা সোফায় বসে আছেন... হতচকিত হয়ে জিজ্ঞেস করলাম-- আপা আপনি আমার রুমে...। তিনি অসন্তুষ্ট আয়োজকদের উপর। রাগ সব আমার উপরেই ঝাড়লেন, আমি থাকতে আপার রুমে আরেকজনের সঙ্গে রুম শেয়ারিং কেনো? তাড়াতাড়ি আপার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হলো।

 

আপার ৫০তম বিয়ে বার্ষিকীতে সর্বকনিষ্ঠ দাওয়াতি আমি। হাদী ভাই, রবিন ঘোষ স্যার থেকে শুরু করে দেশের মহারথীদের মিলন মেলা। আপা ঘুরে ফিরে আমাকেই সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। আমাদের বিশেষ কিছু শো একসঙ্গে ছিল। আপা আমাকে আসিফ নামেই ডাকতেন, তবে উচ্চারণটা ছিলো আলাদা।

আপাকে নিয়ে অনেক কিছু লিখতে ইচ্ছে হচ্ছে... তবে এই লিখার শেষ নেই। আগের প্রজন্মের শেষ বংশধর হিসেবে আপনার কাজ এবং সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি... ‘একবার যেতে দেনা আমার ছোট্ট সোনারগাঁয়’নামাজ পড়ার সময় এই মহান মৃত্যুকে স্বাগতম আপা... যান ওখানে অনেক শান্তি অপেক্ষায়... বিদায় শাহনাজ রহমতুল্লাহ ... আপনিই বাংলাদেশ আপা, মহান আল্লাহ আপনার আত্মাকে শান্তি দিন ...আমীন ...।