মোদীর বায়োপিকে গান না লিখেও ট্রেলারে জাভেদের নাম!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫১ এএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী’র ট্রেলার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার (২১ মার্চ)। ট্রেলারটির শেষে সিনেমার সকল কলাকুশলীদের নামের সঙ্গে গীতিকার হিসেবে শোভা পাচ্ছে জাভেদ আখতারের নাম।
তবে কিংবদন্তি এই গীতিকারের দাবি এই সিনেমার কোনও গানের কথাই তিনি লিখেননি। বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
তার নামযুক্ত ‘পিএম নরেন্দ্র মোদী’র সেই পোস্টারটি শেয়ার করে জাভেদ আখতার টুইটারে লেখেন, ‘সিনেমাটির পোস্টারে আমার নাম দেখতে পেয়ে আমি হতভম্ব। এই সিনেমার জন্য আমি কোনো গান লিখিনি।’এদিকে ট্রেলার প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। সবার প্রশ্ন, যেখানে জাভেদ আখতার নিজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি সরকারের বিপক্ষে, সেখানে কীভাবে তিনি সিনেমাটিতে গান লিখলেন? যদিও নিজের অবস্থান জানালেন জাভেদ।
সিনেমাটিতে মোদির চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়। সিনেমাটি পরিচালনা করেছেন ওমাং কুমার। এর আগে তিনি জাতীয় পুরস্কার বিজয়ী সিনেমা ‘মেরি কম’ এবং ‘সরবজিত’ নির্মাণ করেছেন। ৫ এপ্রিল ‘পি এম নরেন্দ্র মোদী’ ভারতে মুক্তি পেতে যাচ্ছে।
**‘পিএম নরেন্দ্র মোদী’ ট্রেলার