চিরনিদ্রায় শায়িত হলেন শাহনাজ রহমত উল্লাহ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার
রোববার (২৪ মার্চ) বাদ জোহর বারিধারার ৯ নম্বর রোডের পার্ক মসজিদে একমাত্র জানাজার নামাজ শেষে দুপুর পৌনে ৩টার দিকে রাজধানী বনানীস্থ’র সম্মিলিত সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হয় দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী শাহনাজ রহমত উল্লাহকে।
বিদেশে থাকার কারণে শেষ বারের মতো সন্তানেরা দেখতে পারলেন না মায়ের মুখ। শাহনাজ রহমত উল্লাহর মেয়ে নাহিদ রহমত উল্লাহ রয়েছেন লন্ডনে। ছেলে সায়েফ রহমত উল্লাহ আছেন কানাডায়। টিকিট জটিলতার কারণে তাদের দেশে ফিরতে সময় লাগবে বলেই দ্রুত দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বললেন, শাহনাজ রহমত উল্লাহর স্বামী আবুল বাশার রহমত উল্লাহ।
এদিকে আগামী শুক্রবার (মার্চ) বাদ আসর বায়তুল আতিক কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া মাহফিল হবে। সেই দোয়া-মাহফিলে সবাইকে সামিল হওয়ার জন্য আহ্বান করেছেন আবুল বাশার রহমত উল্লাহ।
অনেক কারণেই বাংলা গানের ইতিহাসে অনন্য হয়ে থাকবেন শাহনাজ রহমত উল্লাহ। বিশেষ করে বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে ৪টি গানই বরেণ্য এই শিল্পীর কণ্ঠের।
গানগুলো হচ্ছে- খান আতাউর রহমানের কথা-সুরে ‘এক নদী রক্ত পেরিয়ে’, গাজী মাহজারুল আনোয়ারের কথায় ও আনোয়ার পারভেজের সুরে ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমায় ছোট্র সোনার গাঁয়’ ও ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’। তার কণ্ঠের সেরা চারটি গানের তিনটিই বরেণ্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের লেখা।
এছাড়াও তার কণ্ঠের দেশাত্মবোধক জনপ্রিয় গানের মধ্যে- ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘আমার দেশের মাটির গন্ধে’, ‘আমায় যদি প্রশ্ন করে’ অন্যতম।
সিনেমার গানেও রেখেছেন অনন্য অবদান। স্বীকৃতিস্বরুপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৯০ সালে ‘ছুটির ফাঁদে’র জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন শাহনাজ রহমতুল্লাহ। আর সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ১৯৯২ সালে ভূষিত হন একুশে পদক এ।
১৯৫২ সালে শাহনাজ রহমত উল্লাহর জন্ম। ১৯৭৩ সালে আবুল বাশার রহমতুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের ঘরে এক কন্যা ও এক পুত্র রয়েছে। তারা হলেন- নাহিদ রহমতউল্লাহ এবং একেএম সায়েফ রহমতউল্লাহ।
গুণী এই সঙ্গীতশিল্পী সুরকার আনোয়ার পারভেজের ছোট ও প্রয়াত চিত্রনায়ক জাফর ইকবাল’র বড় বোন।
সঙ্গীত ক্যারিয়ারে দীর্ঘ ৫০ বছর গান করেছেন শাহনাজ রহমত উল্লাহ। তবে আট বছর আগে গান গাওয়া ছেড়ে দেন তিনি। এবার ছেড়ে গেলেন পৃথিবীর মায়া।