সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

সমাপনী ও জেএসসি পরীক্ষার ফল কাল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:০৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল। সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফল প্রকাশ উপলক্ষে প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জানা যায়, সোমবার বেলা সাড়ে ১২টায় একযোগে জেএসসি পরীক্ষার ফল নিজ নিজ প্রতিষ্ঠানে এবং অনলাইনে প্রকাশ করা হবে। প্রতিষ্ঠনভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে বলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে অথবা (ক্লিক করুন) ওয়েবসাইটে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে।

ফল প্রকাশ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, জেএসসি পরীক্ষার ফল ২৫ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী ২৪ ডিসেম্বর সময় দিয়েছেন।

প্রসঙ্গত, গেল ১৮ থেকে ২৬ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে অংশ নিয়েছে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী, অন্যদিকে,  ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসিতে ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়।