সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তিন সরকারি কলেজে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

শিক্ষা ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

সদ্য সরকারি হওয়া টাঙ্গাইলের তিন কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

তাদের অভিযোগ, এই তিন কলেজে ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। অভিযোগ ওঠা ওই তিন কলেজগুলো হলো- টাঙ্গাইলের মধুপুর সরকারি কলেজ, সরকারি ধনবাড়ী কলেজ এবং সরকারি গোপালপুর কলেজ।

এ প্রসঙ্গে মধুপুর কলেজের অধ্যক্ষ মো. মোন্তাজ আলী বলেন, শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না। কোচিং ফি বাবদ ১০০০ টাকা নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের অনুমোদিত ফি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গেল ৮ আগস্ট ২৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এ কলেজ তিনটি সরকারি করে প্রজ্ঞাপন জারি করা হয়।