সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

জামালগঞ্জে মেধা বৃত্তি পুরস্কার বিতরণী সম্পন্ন

শিক্ষা ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

সুনামগঞ্জের জামালগঞ্জে খোদেজা গণী চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফল প্রকাশ ও মেধা বৃত্তি পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) দুপুর ৩টায় স্কুল প্রাঙ্গণে সম্পন্ন হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আব্দুল্লাহ আল মামুন রানা।

বিদ্যালয় শিক্ষিকা পুষ্পিতা রায় ও পাপ্পু আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন, কে. জি. সি’র প্রধান শিক্ষক মাহদী হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, জামালগঞ্জ প্রেস ক্লাব সেক্রেটারি তৌহিদ চৌধুরী প্রদীপ, প্রতিষ্ঠাতা পরিচালক মিজান আহম্মদ রুমন, কলেজ প্রভাষক কামরুল ইসলাম।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- শাহপুর সরকারি প্রাতমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বিন্দু ভোষণ তালুকদার, মৌলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শিশির বিন্দু তালুকদার, শিক্ষার্থী আনিসুর রহমান শাওন, নিলয় বড়–য়া বাঁধন।

জামালগঞ্জের বিভিন্ন শ্রেণির লোকজন, সুধিসমাজ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যেক শিশুই ফুলেল মতো সুন্দর, ওরা কাদা মাটির মতো, তাদেরকে যেভাবে গড়ে তোলা হবে তারা সেভাবেই গড়ে উঠবে। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত, এরাই হবে দেশ গড়ার কারিগর। শিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের জন্য খেলাধুলা, সাংষ্কৃতিক অনুষ্ঠান মেধা বৃত্তি চালু প্রশংসার দাবিদার।

বক্তারা বলেন, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুক্ষিায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে অংশ নিয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবে। শিক্ষার্থীদের বৃত্তির মধ্যে বিভিন্ন ক্যাটাগরীতে উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের ৯৩ জন শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে প্লাটিনামে-৫, ডায়মন্ড-৭, গোল্ড-৪২, সীলভারে-৩৯ জন শিক্ষার্থীদের বিভিন্ন উপকরণ পুরস্কার প্রদান করা হয়।