চুয়েট গেইটসংলগ্ন মহাসড়কে নেই গতিরোধক : ঝুঁকিতে হাজারো শিক্ষার্থীর
শিক্ষা ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূলফটকের সাথে সংযুক্ত কাপ্তাই-চট্টগ্রাম মহাসড়কে গতিরোধকের (স্পীডব্রেকার) অভাবে ঝুঁকিতে আছেন হাজারো শিক্ষার্থী।
এখানে চুয়েটের শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ‘চুয়েট স্কুল অ্যান্ড কলেজ’ এ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত হাজারো শিক্ষার্থী রয়েছেন। এসব শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীদের চুয়েটের মূলফটক সংলগ্ন কাপ্তাই-চট্টগ্রাম মহাসড়কটি প্রতিদিন নানান কাজে রাস্তাটি পারাপার হতে হয়, কিন্তু কোনো প্রকার জেব্রা ক্রসিং ও গতিরোধক (স্পীডব্রেকার) না থাকায় প্রাণহানির ঝুঁকিতে আছেন শিক্ষার্থীরা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, দৈনন্দিন কাজে বিশ্ববিদ্যালয়ের মূলফটক সংলগ্ন রাস্তাটি পার হতে হয়, কিন্তু সড়কে কোনো গতিরোধক (স্পীডব্রেকার) না থাকায় নানান ভীতি ও শঙ্কা নিয়ে সড়কটি পার হয়। প্রশাসনের নিকট দাবি দ্রুতই স্পীডব্রেকার স্থাপন করা হোক এবং রাস্তায় চলাচলকারী গাড়ির ঊর্ধ্বগতি কমানোর জন্য পদক্ষেপ নেওয়া হোক।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, এই বিষয়টি নিয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং কয়েক দফা চিঠিও পাঠিয়েছি। চিঠি দেওয়া সত্ত্বেও যথাযথ কর্তৃপক্ষের বিলম্বের কারণে আমি আশা করছি নির্বাচনের পর পর তারা দ্রুত মূলফটকের দুই পাশে দুইটি গতিরোধক (স্পীডব্রেকার) নির্মাণ করে দেবে বলে আশ্বাস দিয়েছেন।