সিকৃবিতে ২য় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীতে ছবি পাঠানোর
শিক্ষা ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:১৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) আলোকচিত্র নিয়ে কাজ করা সংগঠন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (সিকৃবিফসো) উদ্যোগে আয়োজন করা হয়েছে ২য় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী-২০১৯।
মেধাবী তরুণ ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে আয়োজিত ‘আর্ট অব লাইট’ নামের এই প্রতিযোগিতার জন্য সারাদেশ থেকে ছবি জমা দেওয়ার আহ্বান করা হয়েছে। ছবি জমার শেষ সময় ২৫ ডিসেম্বর।
ছয়টি ভিন্ন ভিন্ন বিষয়ে মোবাইল ও ক্যামেরা দিয়ে তোলা ছবি জমা দেওয়া যাবে। বিচারকদের দিয়ে বাছাই করা ছবি নিয়ে হবে প্রদর্শনী। বাছাই করা ছবিগুলো থেকে প্রায় ১৩টি পুরস্কার প্রদান করা হবে। যার মধ্যে রয়েছে নগদ প্রাইজমানি, ক্রেস্ট, সার্টিফিকেটসহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার। আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে।
উল্লেখ্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি ২০১৬ সালের অক্টোবর মাস থেকে যাত্রা শুরু করে। এরই মধ্যে ২০১৭ সালে ১ম জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলোকচিত্র শিল্পে বিকশিত করার লক্ষ্যে ৩টি আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রতিযোগিতা ও নিয়মিত বিভিন্ন কর্মশালার আয়োজন করে আসছে সংগঠনটি।