৩ দফা দাবিতে রাজপথে ইবি কর্মকর্তারা
শিক্ষা ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:১৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মৌন মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি। শনিবার (২২ ডিসেম্বর) বেলা ১১ টায় এই মৌন মিছিল পালন করা হয়।
৩ দফা দাবিগুলো হলো- উপ রেজিস্ট্রারদের বেতন স্কেল ৫০ হাজার ও সহকারী রেজিস্ট্রারদের ৩৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ, চাকরির বয়স সীমা ৬০ বছরের পরিবর্তে ৬২ বছর পুনর্বহাল এবং অফিসের কর্ম ঘণ্টায় পুনরায় সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ।
মৌন মিছিলে উপস্থিত ছিলেন- ইবি কর্মকর্তা সমিতির সভাপতি মো. শামছুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান।
এতে বক্তব্য প্রদান করেন- উপ রেজিস্ট্রার হাফিজুর রহমান বাচ্চু, উপ রেজিস্ট্রার জামিল হোসেন, উপ রেজিস্ট্রার গোলাম হোসেন, উপ রেজিস্ট্রার আব্দুল হান্নান, শাখা কর্মকর্তা আরিফুল হক, ক্রীড়া বিভাগের পরিচালক মো. সোহেল। এ সময় অর্ধশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাশিদ আসকারী উপস্থিত হয়ে কর্মকর্তাদের আশ্বাস দিয়ে বলেন, 'রাস্তায় দাড়িয়ে নয় আলোচনার টেবিলে সমাধান চাই। পদ্ধতিগত ভাবে সমাধানের পথে এগিয়ে যেতে চাই'। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. সেলিম তোহা তার সাথে ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ দিনের এ দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে বার বার আশ্বাস দেওয়া হলেও গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত ২৪৩তম সিন্ডিকেট সভায় এ দাবি অনুমোদন না হওয়ায় হতাশ হয়ে কর্মকর্তারা আন্দোলনের পথ বেঁছে নিয়েছেন বলে জানা গেছে।