মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে ‘তর্জনী’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪০ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে ‘তর্জনী’ শিরোনামের চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন সোহেল রানা বয়াতি। নির্মাতার সঙ্গে যৌথভাবে গল্প  লিখেছেন শাহাদাত রাসেল। আর চিত্রনাট্য লিখছেন শাহাদাত রাসেল। আগামী মে মাসের প্রথম সপ্তাহে এ ছবির কাজ শুরু হবে। আগামীকাল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিনেমার ফার্স্ট লুকপোস্টার প্রকাশ করা হয়েছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ প্রজন্ম থেকে প্রজন্মে কেমন প্রভাব ফেলছে, সে গল্প নিয়েই এগিয়ে যাবে ছবিটির দৃশ্য। ১৯৭১, ১৯৭৫ এবং ২০১৭-এই তিনটা সময়কে তুলে ধরা হবে এখানে। এরইমধ্যে কয়েকজন অভিনয়শিল্পীকে চূড়ান্ত করা হয়েছে। শুটিং শুরুর আগে পরিচালক সিনেমা সম্পর্কে ধারণা দেয়ার জন্য ফার্স্ট লুক হিসেবে পোস্টার প্রকাশ করেছেন।

 

৭ মার্চের ভাষণ নিয়ে সিনেমা নির্মাণের প্রসঙ্গে সোহেল বলেন, ‘তর্জনী’ চলচ্চিত্রে সাতই মার্চের ভাষণের প্রভাব তিন সময়ের মানুষের মধ্য দিয়ে দেখা যাবে। আমি নিজেও একজন তরুণ পরিচালক, বঙ্গবন্ধুর ভাষণ আমার ভেতরে কী উপলব্ধি এনেছে, সেটাই দেখানোর চেষ্টা করব।

জানা গেছে, শিমুল খান মোশন পিকচার্স প্রযোজিত ‘তর্জনী’ সিনেমার শুটিং হবে ভোলা, সিলেট ও ঢাকায়। ‘তর্জনী’ সিনেমারে আগামী বছরের ৭ মার্চ দেশে এবং দেশের বাইরে মুক্তি দেয়ারও পরিকল্পনা রয়েছে।