মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

`ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিভ্যাল` এ তানভীর শেখ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৯ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

ঢাকা'র 'ব্ল্যাকফ্লেইম থিয়েটার' এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক তানভীর শেখ রোববার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সল্টলেকস্থ ইষ্টার্ন জোন কালচারাল সেন্টার (ইজেসিসি) এ আয়োজিত 'ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিভ্যাল-২০১৯' এ যোগ দেন। এই উৎসব চলবে ৩০শে মার্চ পর্যন্ত।

ইন্ডিয়ান মাইম থিয়েটার এর আয়োজনে ও ভারতের পদ্মশ্রী পদক প্রাপ্ত ভারতীয় মূকাভিনেতা নিরঞ্জন গোস্বামী এর তত্বাবধানে সাপ্তাহব্যাপী চলমান এ উৎসবে বাংলাদেশ ও ভারতের বেশকিছু মূকাভিনয় সংগঠন ছাড়াও অংশ নিয়েছেন জার্মানি, তুরস্ক, জাপান, মেক্সিকো, শ্রীলঙ্কা ও নেপাল এর মূকাভিনয় শিল্পীরা। রোববার এ উৎসবের অংশ হিসাবে ন্যাশনাল মাইম ইনস্টিটিউট থেকে উৎসবস্থল পর্যন্ত জমকালো র‍্যালী ও উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের মূকাভিনয় শিল্পী ও সংগঠকদের সাথে অংশগ্রহন নেয় তানভীর শেখ। 

 

এ বিষয়ে তানভীর শেখ বলেন,  এই আয়োজনের শুরুতে র‍্যালী শেষে ইজিসিসি চত্ত্বরের উন্মুক্ত স্থানে ন্যাশনাল মাইম ইনস্টিটিউট এর ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সঙ্গীত, নৃত্য ছাড়াও ঢাকের তালে সবাই মিলে নেচে গেয়ে বরণ করে নেয় সকল মূকাভিনেতাদের। সন্ধ্যায় ইজেসিসি মিলনায়তনের মূল মঞ্চে উৎসবের উদ্বোধন করেন পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী এবং তারপরই মেক্সিকো ও ভারতের আসাম এর শিল্পীদ্বয়ের পরিবেশনায় মূকাভিনয় প্রদর্শনী হয়। বলতে গেলে, আমি গুরুজী নিরঞ্জন গোস্বামী ও কলকাতার নাট্য বন্ধুদের আমন্ত্রণে শুধুমাত্র মূকাভিনয়ের টানে আন্তর্জাতিক এ আয়োজন সরাসরি প্রত্যক্ষ করতে এবং বিশ্ব মূকাভিনেতা ও কলকাতার বন্ধুদের সান্নিধ্যে জ্ঞান আহরণ করতে ঢাকা থেকে কলকাতা ছুটে এসেছি। 

এর আগে গেলো বছরের নভেম্বরে ব্যাংককে অনুষ্ঠিত 'ব্যাংকক থিয়েটার ফেস্টিভ্যাল-২০১৮' এ আমন্ত্রিত তানভীর শেখের নাট্য সংগঠন 'ব্ল্যাকফ্লেইম থিয়েটার' এর ৭ সদস্যর দল অংশগ্রহন নেন। এর আগে যুক্তরাষ্ট্র, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত সহ বিশ্বের বিভিন্ন স্থানে একাধিক নাট্যভ্রমন করেছেন 'প্রাচ্যনাট স্কুল অব এ্যাকটিং এন্ড ডিজাইন' এর ২৫তম ব্যাচ এর সাবেক এই ছাত্র। 

এছাড়াও তানভীর শেখ তার দল 'ব্ল্যাকফ্লেইম থিয়েটার' নিয়ে অতি সম্প্রতি আমেরিকা, জাপান, জার্মানি, আরমেনিয়া, মেক্সিকো, বাংলাদেশে সহ আরো বেশকিছু আন্তর্জাতিক উৎসবে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।