শহরের সিনেমা হলে ছাত্রছাত্রীদের সিনেমা দেখা ফ্রি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২০ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহরের সকল সিনেমা হলে ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে মুক্তিযোদ্ধাভিত্তিক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। দুপুর ৩ টায় বিনামূল্যে সকল সিনেমা হলে মুক্তিযোদ্ধাভিত্তিক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উপলক্ষে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের আমন্ত্রণের কার্ডে ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে বাংলা চলচ্চিত্র প্রদর্শনের কর্মসূচির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
নারায়ণগঞ্জের তোলারাম কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী রিয়াদ রাফি বিনামূল্যে মুক্তিযোদ্ধাভিত্তিক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রদর্শন নিয়ে বলেন, মুক্তিযুদ্ধের ছবি চাইলেই তো ইন্টারনেটে দেখতে পারি। কিন্তু সবসময় দেখা হয় না। আগামীকাল স্বাধীনতা দিবস। এমন দিনে মুক্তিযুদ্ধের ছবি দেখে আসলেই আনন্দ পাবো। আগামীকাল সব বন্ধুদের নিয়ে হলে যাওয়ার ইচ্ছা আছে।
জেলায় বিনামূল্যে মুক্তিযোদ্ধাভিত্তিক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা শিক্ষার্থীদের অসীম সাহস ও দেশপ্রেম বৃদ্ধিতে আসেলই একটি বিশেষ উদ্যোগ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের ভাষণ আমাদের যুদ্ধে যাওয়ার প্রেরণা ছিল। মুক্তিযুদ্ধের এসব ছবি দেখে তরূণ প্রজন্ম দেশের উন্নতিতে নিজেদের অবদান রাখার জন্য প্রেরণা পাবে। এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে।