যেইখানে অন্যায় পাবো সেখানে আমি থাবা দিবো: সেলিম ওসমান
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
নারায়নগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী একেএম সেলিম ওসমান বলেছেন, ‘সেলিম ওসমানের থাবাকে ভয় লাগে কেন? এইটা মুক্তিযোদ্ধার থাবা। যেইখানে অন্যায় পাবো, অরাজকতা পাবো। সেখানে আমি থাবা দিবোই। আপনি আচরণ বিধির কথা বলেন, থাবাটা আগে খান তারপর মামলা কইরেন।’
রবিবার (২৩ ডিসেম্বর) আমলাপাড়া গার্লস হাই স্কুল প্রাঙ্গনে সকাল ১১টায় এক আলোচনা সভা ও দোয়া মহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘ভোটে কারচুপি হচ্ছে তাই আমি নির্বাচন করলাম না। এই বলে কেউ পালাতে চাইলে তাকে পালাতে দিয়েন না। হার-জিত থাকতেই পারে। ভয় পাইয়েন না। একটা পরীক্ষা হোক না, সমস্যা কী?’
তিনি আরও বলেন, ‘যারা আমার আশে পাশে হারাম খাওয়ার জন্য ঘোরাফেরা করে তারা আমার জন্য নির্বাচন না করলেও চলবে।’
মহাজোটের প্রার্থী ঐ্যফ্রন্টের প্রার্থী এসএম আকরামের সমালোচনা করে বলেন, ‘আপনারা জানেন যে, আমার বিরুদ্ধে ধানের শীষ নিয়ে যিনি দাড়িয়েছেন তিনি এক সময় আমাদের আওয়ামীলীগের প্রেসিডেন্ট ছিলেন। তিনি নৌকার সংসদ সদস্য ছিলেন। তারপর হঠাৎ করে তিনি নৌকা ছেড়ে দিলেন, তার নৌকা ডুবে গেল। সারাদিন উত্তরা ক্লাবে জুয়া খেলে পার করতেন। তারপর তিনি উপনির্বাচন করলেন। একটা আনারস কিনলেন কিন্তু এই আনারসে এতো ফরমালিন দিলেন যে সেই আনারসটা পচে গেল। তার পর ড. কামালের লেজ ধরে কোন রকমে গিয়ে ধানের শীষ নিলো। এই ধানের শীষে শাঁস নাই। এইটা হলো চিটা ধান।’
আলোচনা সভায় কেবি সাহা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হানিফ সরদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পিপি ওয়াজেদ আলী খোকন, আমলাপাড়া গার্লস হাই স্কুলের অধ্যক্ষ শীতল চন্দ্র দে, উপাধ্যাক্ষ বাবুল, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী প্রফেসর শিরিন বেগম, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমীন হাবিব বিন্নী, মুক্তিযোদ্ধা আবুল হাসেম মোল্লা, জি এইচ কবির মওলা, আমলাপাড়া গার্লস হাই স্কুলের পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান প্রমুখ।