‘গৌরবময় স্বাধীনতা ২০১৯’
দেশের গানে ‘আবেগ আপ্লুত’ সবাই
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩২ এএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার
আজ মহান স্বাধীনতা দিবস এবং ৪৯তম জাতীয় দিবস। বাংলাদেশের মানুষের কাছে মুক্তির মন্ত্রে প্রতিজ্ঞাবদ্ধ হবার দিন। সে উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গৌরবময় স্বাধীনতা চত্বরে আয়োজন করা হয় ‘গৌরবময় স্বাধীনতা ২০১৯’ শিরোনামের এক সাংস্কৃতিক অনুষ্ঠানের।
কমিউনিটি পুলিশিং সেল, ঢাকা জেলার এই আয়োজনের সূচনা হয় ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই..’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে। তারপরই জাতির জনকের ওপর তৈরি করা বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য এবং সংগীত পরিবেশিত হয়। ঝুমুর একাডেমিসহ স্থানীয় শিল্পীরা এতে অংশ নেন।
শিল্পীদের গাওয়া ‘ঢেউ হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে, তোমার ভয় নেই মা আমরা, এক সাগর রক্তের বিনিময়ে’ গান সকলকে আবেগ আপ্লুত করে।