মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুহিনের কণ্ঠে ‘রাসেল আমাদের স্বাধীনতা’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘রাসেল আমাদের স্বাধীনতা’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় সঙ্হীত শিল্পী মুহিন। সুজন হাজংয়ের লেখায় এই গানটির সুর করেছেন যাদু রিছিল। মঙ্গবার ‘রাসেল আমাদের স্বাধীনতা’ গানটি সুজন হাজংয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হচ্ছে।

রাসেল আমাদের স্বাধীনতা/ আমাদের অঙ্গীকার/ মায়ের কোলে অবুঝ শিশুর/ বেঁচে থাকার অধিকার, এমন কথার গানটি বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলকে উৎসর্গ করে লিখেছেন সুজন হাজং।

 

এ প্রসঙ্গে তিনি বলেন, শেখ রাসেলের আত্মত্যাগ আমাদের স্বাধীনতাকে আরো মহান করেছে। এই দেশটাকে ভালোবেসে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছিলেন। অথচ এই দেশের স্বাধীনতার মহান কারিগর তিনিই। এ কারণেই মহান স্বাধীনতা দিবসে শেখ রাসেলকে স্মরণ করে গানটি আমি লিখেছি। গানটি তাঁকেই উৎসর্গ করেছি।

কণ্ঠশিল্পী মুহিন বলেন, চমৎকার কথার গান। গানটির মাধ্যমে শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আজকের এই মাথা উচুঁ বাংলাদেশের পেছনে বঙ্গবন্ধু পরিবারের যে আত্মত্যাগ, তা স্মরণ করা হয়েছে। গানটি গাইতে পেরে আমারো ভালো লেগেছে।