মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রং তুলিতে মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৫ এএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। মঙ্গলবার সকাল ১১.০৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে চিত্রশিল্পী কার্টুনিস্ট রফিকুন নবীকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়। তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত। অর্থমূল্য তুলে দেন চ্যানেল আই-এর ব্যবস্থাপন পরিচালক ফরিদুর রেজা সাগর।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্য জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আবুল বারাক আলভী, বীরেন শোম, সমরজিৎ রায় চৌধুরী, কামাল লোহানী, হাসনাত আবদুল হাই, মামুনুর রশীদ প্রমুখ।

 

সম্মাননা গ্রহণ করে রফিকুন নবী বলেন, আজকের এই বিশেষ দিনে এমন একটি সন্মাননা পেয়ে অনেক ভাল লাগছে। তবে ৭১-এর এই দিন অথ্যাৎ গতকাল রাতের কথা যখন স্মরণ করি তখন আমার সব আনন্দ মাটি হয়ে যায়। কারণ সেই রাতে হারিয়েছি অনেক বন্ধুদের, আমাদের ছাত্র শাহনেওয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে।

এরআগে রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীদের পরিবেশনায় ‘ও আমার দেশের মাটি’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে আবৃত্তি করেছেন শিমুল মুস্তফা, লায়লা তারা নূর এবং সৈয়দ সালাহউদ্দিন জাকী।

আমীরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আফজাল হোসেন। ১১.০৫ থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি দুপুর ২টা পর্যন্ত সরাসরি স¤প্রচার করেছে চ্যানেল আই।