স্বাধীনতা দিবসে সালমার ‘বাংলাদেশ’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩৮ এএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার
লালনকন্যা খ্যাত কণ্ঠশিল্পী সালমা স্বাধীনতা দিবসে ‘বাংলাদেশ’ শিরোনামের গান নিয়ে হাজির হচ্ছেন। বাংলাদেশ শিরোনামের এ গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন আর টিউন ও কম্পোজিশন করেছেন নাদিম ভূইঞা।
গানটি প্রকাশ করা হবে ‘সালমা মিউজিক’র ইউটিউব চ্যানেল থেকে। এর প্রকাশের মধ্যদিয়ে সালমার সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান এস এস মাল্টিমিডিয়া ‘সালমা মিউজিক’-এর যাত্রা শুরু হবে।
এ প্রসঙ্গে সালমা বলেন, স্বাধীনতা দিবসে সালমা মিউজিকের যাত্রা শুরু হতে যাচ্ছে। ‘বাংলাদেশ’ গানটি প্রকাশের মধ্য দিয়ে সালমা মিউজিকের এই যাত্রা হবে। আর তাতে স্বাধীনতা দিবসের সঙ্গে আমার গাওয়া ‘বাংলাদেশ’ গানটিরও একটি অন্য রকম সম্পৃক্ততা হবে। আর বাংলাদেশের সংগীতাঙ্গনে যেন সালমা মিউজিক বিশেষ ভূমিকা রাখতে পারে সেই দোয়া করবেন।
এরই মধ্যে এ প্রতিষ্ঠানের জন্য সালমা বেশ কয়েকটি নতুন গানেও কণ্ঠ দিয়েছেন। ‘বাংলাদেশ’,‘ভালোবাসি বন্ধু তোকে’, ‘পীরিতের ঘর’, ‘আউলা প্রেম’ ও ‘পরাণের বন্ধু’।
সালমার গাওয়া নতুন-পুরনো সব গানই পাওয়া যাবে তার চ্যানেলে। তিনি আরো জানান, আগামী পহেলা বৈশাখে তার নতুন একক অ্যালবাম ‘ভালোবাসি বন্ধু তোকে’ প্রকাশ করবেন। অ্যালবামটির গান লিখেছেন কবির বকুল, তারেক আনন্দ, রবিউল ইসলাম জীবন, এ মিজান ও জিয়া উদ্দিন আলম। গানগুলোর সুর-সংগীত করছেন শওকত আলী ইমন, সুমন কল্যাণ, জে কে মজলিস, সজীব দাস, নাদিম ভূঁইয়া ও মুহিন খান।
এদিকে গেল বছরের ডিসেম্বরে আবারো বিয়ের পিঁড়িতে বসেন সালমা। কিছু কয়েকদিন গোপন রাখার পর সংবাদ সংম্মেলন করে এ খবর দেন সালমা। সে সময় সালমা জানান, তার বর সানাউল্লাহ নূরে সাগর বর্তমানে যুক্তরাজ্যে বার অ্যাট ল’তে পড়াশোনা করছেন। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শিগগিরই ধুমধাম করে বিবাহোত্তর আনুষ্ঠানিকতার আয়োজন করার পরিকল্পনা রয়েছে তার।