বৈশাখে আসছে এরস’র ‘আবেগ’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার
“তাই পৃথিবীর এতটা আবেগ, কাদল সে বর্ষা জলে” এমন কথা ও মনোমুগ্ধকর সুরে এই বৈশাখে বাংলাদেশি অলটারনেটিভ ব্যান্ড “এরস” নিজেদের প্রথম মিউজিক ভিডিও ‘আবেগ’ নিয়ে আসছে।
২০১৮ সালে প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর সঞ্চালনায় আরটিভির আর জেনারেশন অনুষ্ঠানে ‘আবেগ’ গানটি প্রথম পরিবেশিত হয়েছিল।
গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডটির ভোকাল হৃদয় আনাহলী। জি সিরিজের ব্যানারে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মঞ্জু আহমেদ এবং সাথে সহকারী পরিচালক হিসেবে ছিলেন আব্দুল্লাহ আল রুম্মান।
মিউজিক ভিডিও ‘আবেগ’র চিত্রধারণ
ব্যান্ডের ভোকাল হৃদয় আনাহলী বলেন, গানের কথাগুলো প্রচলিত নিয়মের বাইরে চিন্তা করে লেখা। ভালোবাসা, আমি তুমি এগুলোর ছোঁয়া এখানে নেই। প্রকৃতির অনুভূতি, আবেগ ও কষ্টের কথা ভেবে কাল্পনিক রূপে লেখা এই গানটি। যেহেতু আমরা বেঁচে আছি প্রকৃতির উপর নির্ভর করে তবুও আমরা ভুলে যাই যে প্রকৃতিরও আমাদের কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে। কিন্তু তা আমরা খেয়াল করি না বরং এড়িয়ে যাই। আমরা উদাসীন হয়ে থাকি। কিন্তু প্রকৃতি তা আমাদেরকে বলতে পারে না, কোন আবদার বা নালিশ করতে পারে না।
তিনি বলেন, সম্প্রতি মিউজিক ভিডিও এর শুটিং শেষ হয়েছে। সুষ্ঠুভাবে সম্পাদনার কাজ শেষ হলে এটি পহেলা বৈশাখের আগেই মুক্তি পাওয়ার আশা করছি।
ব্যান্ডটির অন্যান্য সদস্যরা বলেন, আইয়ুব বাচ্চু স্যার-এর সামনে যখন প্রথম নিজেদের ‘আবেগ’ গানটি পারফর্ম করি তখন আমরা অনেক নার্ভাস ছিলাম। পারফর্মেন্স শেষে তিনি যখন আমাদের গানটির প্রশংসা করলেন সেটি ছিলো আমাদের ব্যান্ডের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। গানটি বাচ্চু স্যারের অনেক ভালো লেগেছিল। ‘আবেগ’ গানটির জন্ম তখনই সার্থক।
গিটারিস্ট তারেক হাসান বলেন, দর্শক যেন গানের অনুভূতির সাথে গিটারের সুর মন দিয়ে অনুভব করতে পারে এবং আগামী প্রজন্ম যেন গানটি মনে রাখে এমন কিছুই সৃষ্টি করতে চেয়েছি। এছাড়াও আমাদের পূর্ববর্তী প্রজন্মের কাছেও গানটি যেন শ্রুতিমধুর হয় সে বিষয়েও খেয়াল রাখা হয়েছে। যেহেতু গানটা একটু মেলো রক তাই এমন কিছু বাজাতে যা দর্শককে সহজে আকৃষ্ট করবে।
এরস ব্যান্ডটি ২০১৪ সালের পহেলা বৈশাখে যাত্রা শুরু করে। ব্যান্ডটিতে গিটারিস্ট হিসেবে আরো আছেন সামসুদ্দহা বাপ্পী, বেজ গিটারিষ্ট সাদ্মান শউমিক বিশাল এবং ড্রামার শইব রাজিব।