মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

একাই লড়ে যাচ্ছেন শাকিব!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪২ এএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার

দীর্ঘদিন ধরেই খারাপ সময় যাচ্ছে ঢালিউডের। বিশেষ করে দর্শকপ্রিয়তার চূড়ায় থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান মান্না। তার মৃত্যু এদেশের চলচ্চিত্রকে অপূরণীয় ক্ষতির মুখে ফেলে দেয়। তারপর অভিমানে চকলেট বয় রিয়াজের চলচ্চিত্র থেকে দূরে সরে যাওয়া। ঢালিউড কুইন শাবনূরের একই পথে হাঁটার কারণেই ঢাকায় চলচ্চিত্রের খারাপ অবস্থা শুরু হয় বলে আনেকেই মনে করেন। কিন্তু এই এক দশক ধরে অনেকটা একাই চলচ্চিত্রের হাল ধরে আছেন শাকিব খান।

সিনিয়ররা সরে গেলেও এসময়ে বেশ কয়েকজন নতুন নায়কের আগমন ঘটেছে ঢালিউডে। এদের মধ্যে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে বাপ্পি চৌধুরী, গুণী নির্মাতা জাকির হোসেন রাজুর হাত ধরে সাইমন সাদিক, ছোট পর্দা থেকে আরেফিন শুভ ও নিজের প্রযোজনায় অনন্ত জলিল উল্যেখযোগ্য। তাদের মধ্যে বড় বাজেটের কারণে অনন্ত জলিল অভিনীত চলচ্চিত্রগুলো বেশ দর্শকপ্রিয়তা পায়। একই সঙ্গে ব্যাবসায়ী থেকে তারকা বনে যান অনন্ত। কিন্তু সমস্যা হলো ব্যবসায়ীক ব্যাস্ততার কারণে খুব বেশি চলচ্চিত্র নির্মাণ করতে পারেননি তিনি।

 

 

 

অপর দিকে বাকিদের দু-একটি চলচ্চিত্র ব্যবসার মুখ দেখলেও সিংহভাগই ডুবিয়েছে প্রযোজকদের। পক্ষান্তরে ঢালিউডের একপাশ আগলে আছেন শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধে প্রথমসারির তারকার কাতারে স্থান নেন অপু বিশ্বাস।

 

একে একে উপহার দেন অসংখ্য ব্যাবসা সফল চলচ্চিত্র। যে কারণেই প্রযোজকেরা ঝোঁকেন শাকিবের দিকে। কিন্তু শাকিবের একার পক্ষে সব রকমের ও সব প্রযোজকের চলচ্চিত্রে কাজ করা কতটা সম্ভব? তবে তিনি চেষ্টা করে চলছেন নিজের জায়গা থেকে।
 
অপু বিশ্বাসের ফিটসেন পরে যাওয়ায় বুবলিকে নিয়ে জুটি বাঁধেন শাকিব। প্রথম চলচ্চিত্রেই দর্শক দারুনভাবে গ্রহণ করনে শাকিব বুবলির রসায়ন। ঢাকাই চলচ্চিত্র পায় আরো একটি নতুন জুটি। সেই সূত্রে আসে ব্যবসায়িক সফলতাও। মাঝে যৌথ প্রযোজনার চলচ্চিত্রে কাজ করে কলকাতাতেও তুমুল দর্শকপ্রিয়তা পান শাকিব খান। শাকিব খান হয়ে ওঠেন ‘ঢালিউড সুপারস্টার’।

গত কয়েক বছরে শাকিব ছাড়া অন্যদের হাতে গোনা দু-চারটি চলচ্চিত্র ব্যবসার মুখ দেখলেও বাকি সবগুলোই হলে দর্শক টানতে ব্যর্থ হয়। আর ধারাবাহিকভাবে এই অবস্থা চলতে থাকায় চলচ্চিত্র নির্মাণ থেকে মুখ ফিরিয়ে নেন বেশির ভাগ প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। ফলে সিনেমা শূণ্য হয় হলগুলো।

 

 

এরই প্রেক্ষিতে প্রদর্শক সমিতির নেতারা বিদেশি চলচ্চিত্র প্রর্দশনীর অনুমতি চেয়ে সরকারের কাছে আল্টিমেটাম দেন আর তা না হলে তারা আগামী মাসের ১২ তারিখ থেকে দেশের সকল সিনেমা হল বন্ধ করে দিবেন বলে ঘোষণা দেন।

 

চলচ্চিত্রের এই ক্রান্তিকালে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শাকিব নির্মাণ করছেন বড় বাজেটের চলচ্চিত্র। এছাড়া প্রদর্শক সমিতির হল বন্ধের ঘোষণার প্রেক্ষিতে নতুন খবর দিলেন শাকিব। তিনি জানালেন, আগামী ১২ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘শাহেনশাহ্’। এই খবরে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

 

 

এছাড়া আরো বড় চমক দিয়েছেন শাকিব। জানালেন, শুটিং শেষ হবার আগেই তার নির্মাণাধীন চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’ বড় রেন্টালে হল বুকিং শুরু হয়ে গেছে। এ পর্যন্ত ৯টিরও বেশি হল মালিক বুকিং করেছে। আসছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পাসওয়ার্ড’। তাই চলচ্চিত্র বোদ্ধাদের অনেকেই মনে করছেন, চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে একাই লড়ে যাচ্ছেন শাকিব খান।