মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

স্টিভেন স্পিলবার্গ-অপরাহ উইনফ্রের অনুষ্ঠানে চালু অ্যাপল টিভি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার

স্টিভেন স্পিলবার্গ, অপরাহ উইনফ্রে, জেনিফার অ্যানিস্টন, রিস উইদারস্পুন, অক্টাভিয়া স্পেন্সার, জে জে আব্রাহামস, জেসন মোমোয়া ও এম নাইট শ্যামালানের মতো বাঘা বাঘা নির্মাতা-তারকাদের এক গুচ্ছ অনুষ্ঠান নিয়ে আসছে অ্যাপল টিভি প্লাস। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন স্ট্রিমিং সার্ভিসটি চালু হয়।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সামনের শরতে সার্ভিসটি ১০০টির বেশি দেশে পাওয়া যাবে। তখন সব অ্যাপল ডিভাইসে দেখা যাবে। তবে জানানো হয়নি, সার্ভিসটির সেবা পেতে কেমন খরচ হবে।

অ্যাপলের সিইও টিম কুক জানান, চিন্তাশীল, প্রশংসিত ও পুরস্কার জেতা একদল সৃজনশীল ব্যক্তিত্বের সঙ্গে তারা অংশীদার হয়েছেন। সবাই মিলে এমন কিছু করতে চান যা আগে কখনো দেখা যায়নি।

স্ট্রিমিং সার্ভিসটিতে স্টিভেন স্পিলবার্গের প্রযোজনায় প্রচার হবে ‘অ্যামেইজিং স্টোরিজ’ নামের দশ পর্বের সায়েন্স ফিকশন অমনিবাস। অপরাহ নিয়ে আসছেন দুটি প্রামাণ্যচিত্র। যার একটি মানসিক স্বাস্থ্য নিয়ে, অন্যটির বিষয় কর্মক্ষেত্রে যৌন হয়রানি। এছাড়া একটি বুক ক্লাবের পরিকল্পনা রয়েছে তার।

জেনিফার অ্যানিস্টন, রিস উইদারস্পুন ও স্টিভ ক্যারলের মতো তারকাদের দেখা যাবে একটি মনিং শোতে।

অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে লিটল আমেরিকা, লিটল ভয়েস, সি, সেসেমি ওয়ার্কশপ, ডিফেন্ডিং জ্যাকব, ডিকশন, আর ইউ স্লিপিং? ও একগুচ্ছ নাম ঠিক না হওয়া সিরিজ।