মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সমকামিতার দৃশ্য বাদ পড়ায় চীনা দর্শকদের অভিযোগ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার

ফ্রেডি মার্কারির অস্কার জয়ী বায়োপিক ‘বোহিমিয়ান র‌্যাপসডি’ চীনে মুক্তি পেয়েছে শুক্রবার। তবে দেশটির সেন্সর বোর্ড কুইন ব্যান্ডের এই ভোকালের যৌন জীবন ও এইডস প্রসঙ্গ বাদ দিয়েছে। অনেক দর্শক অভিযোগ করেছেন, সিনেমাটি তাদের অসম্পূর্ণ মনে হয়েছে।

বিবিসি জানায়, চীনে মুক্তি পাওয়া সিনেমাটিতে মূল সংস্করণের কয়েক মিনিট কেটে ফেলা হয়েছে। এর মধ্যে আছে দুই পুরুষের চুমুর দৃশ্য ও ‘গে’ শব্দটি।

‘বোহিমিয়ান র‌্যাপসডি’ চীনে ভালোই সাড়া পেয়েছে। টুইটারের আদলে তৈরি চীনের মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম সিনা উইবোতে ৫০ হাজারের বেশি রিভিউ প্রকাশ হয়েছে।

কারো কারো অভিযোগ, সম্পাদিত ছবিটি মূল সংস্করণের অর্ধেক মনে হয়েছে তাদের। তবে ছবিটি মুক্তির অনুমতিতেই বেশির ভাগ দর্শক খুশি।

অনেক দৃশ্যের পাশাপাশি চীনে বাদ দেওয়া হয়েছে ১৯৮৪ সালের বিখ্যাত সিঙ্গেলের ভিডিও ‘আই ওয়ান্ট টু ব্রেক ফ্রি’র অংশটি। যেখানে ব্যান্ড সদস্যরা নারীর পোশাক পরে হাজির হন।

‘বোহিমিয়ান র‌্যাপসডি’র নাম ভূমিকায় অভিনয় করেছেন রামি মালিক। পরিচালনা করেছেন ব্রায়ান সিঙ্গার।

দুই দশক ধরে চীনে সমকামিতা আইনগতভাবে বৈধ। ২০০১ সালে চাইনিজ সোসাইটি আব সাইকিয়াট্রিক এই যৌন রুচিকে মানসিক বিকারের তালিকা থেকে বাদ দেয়। তবে সাম্প্রতিক সময়ে দেশটির মিডিয়া অনুষ্ঠান থেকে এ ধরনের বিষয়াদি বাদ দিচ্ছে।