বলিউডে ২০২০ সালে ‘ধামাকা’ হবে
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
‘সূর্যবংশী’ এবং ‘ইনশাআল্লাহ’ থেকে ‘সামসেরা’ এবং ‘পিআরআর’, তালিকা এখানেই শেষ নয়, রয়েছে আরও। সব মিলিয়ে ২০২০ সাল বলিউডে ধামাকা হতে চলেছে বলে মনে করছেন সিনেবোদ্ধারা। কেননা আসছে বছর বিগ বাজেট সিনেমার লড়াইয়ের খোলা ময়দান হয়ে উঠতে চলেছে বলিউড।
চলুন দেখে নেয়া যাক সেই যুদ্ধে কারা কারা যোগ হচ্ছে:
তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র এবং ছপাক, জানুয়ারীর ১০
প্রথম সিনেমাটি একজন সত্যিকারের যোদ্ধাকে নিয়ে এবং পরেরটি এক অ্যাসিড অ্যাটাক সারভাইভারকে নিয়ে। তানাজি সিনেমায় অভিনয় করবেন অজয় দেবগন। তানাজি মালাসারে নামে ১৭ শতকের মহারাষ্ট্রের এক সামরিক নেতাকে নিয়ে তৈরি গল্পটি। দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে।
শামসেরা এবং পিআরআর,জুলাই ৩০
রণবীর কাপুর অভিনয় করবেন ‘শামসেরা'-তে। পিআরআর এ রয়েছেন আলিয়া ভাট ও অজয় দেবগন। বক্স অফিসে তুলকালম লড়াই হবে এ দুই ছবির। শামসেরার চিত্র নির্মাতারা গত বছরই মুক্তির দিন ঘোষণা করেছিলেন। চিত্রনির্মাতা এস এস রাজামৌলি পিআরআর-এর মুক্তির দিন ঘোষণা করে গত মাসে।
সূর্যবংশী এবং ইনশাআল্লাহ, আগামী বছর ঈদে
রোহিত শেঠি পরিচালিত সূর্যবংশী সিনেমায় দেখা যাবে অক্ষয় কুমারকে। প্রথমে কথা ছিল সিনেমাটি চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাবে। কিন্তু চিত্রনির্মাতারা জানিয়েছেন, ২০২০ সালের ২২ মে ঈদ উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে। ‘ইনশাআল্লাহ’ সিনেমাটি মুক্তি পেতে চলেছে একই দিনে। তার পরিচালনা করছেন সঞ্জয় লীলা বনসালি
অজয় দেবগন এবং রণবীর কাপুরের সিনেমা এবং কৃষ ফোর, ক্রিসমাস
প্রথম সিনেমাটির এখনো নাম স্থির হয়নি, তবে ঋত্বিক রোশনের কৃষ ফোর-এর সঙ্গে বক্স অফিসে যুদ্ধ বাঁধতে চলেছে এর। কারণ দু’টোই ক্রিসমাসে মুক্তি পাচ্ছে।