মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফরিদপুরবাসীর প্রশংসায় পপি

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৭ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

প্রথমবার ফরিদপুর এসেছি। এখানকার মানুষ অনেক ভালো ও আন্তরিক। তাদের আতিথিয়তা আমাকে মুগ্ধ করেছে। বুধবার (২৭ মার্চ) সকাল ১১টায় ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র সংসদ (রুকসু)'র অভিষেক-২০১৯ অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে থাকে জমকালো সাংস্কৃতিক সন্ধা।

এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। আর এর মাধ্যমেই প্রথমাবারেরমত ফরিদপুরে আয়োজিত কোন অনুষ্ঠানে অংশ নিয়েছে তিনি। নিজের ও পছন্দের কয়েকটি চলচ্চিত্রের গানে নেচেছেন তিনি। অনুষ্ঠান শেষে ফরিদপুর থেকে মুঠোফোনে ঐ অঞ্চলের মানুষের প্রশংসা করে এসব কথা বলেন পপি।

 

অনুষ্ঠানে অংশ নিতে পপি ছাড়াও আরো আছেন ফেরদৌস, পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম, মেহজাবিন চৌধুরী, ইমন, চাঁদনীসহ আরো অনেকে ঢাকা থেকে হেলিকাপ্টারে চেপে পরিদপুরে যান। অনুষ্ঠানটির কোরিওগ্রাফার নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। এ আয়োজনে শিল্পীদের নাচের পারফর্ম ছাড়াও মঞ্চে গান পরিবেশন করছেন জেমস, ইমরান ও কণা।

এদিকে, পপির ‘সাহসী যোদ্ধা’ ছবির শেষ লটের কাজ বাকি রয়েছে। এই ছবিটি নির্মাণ করেছেন সাদেক সিদ্দিকী। আর ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির প্রথম লটে কাজ শেষ হয়েছে তিনি। খুব শিঘ্রই ছবিটির দ্বিতীয় লটের শুটিং শুরু হবে। এছাড়াও নতুন ছবি ‘সেভ লাইফ’ ও ‘কাটপিছ’ এর কাজও শুরু হবে শিঘ্রই।