তাড়াহুড়ো নেই মমতাজের
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ফোক সম্রাজ্ঞী মমতাজ নতুন গানে দীর্ঘদিন ধরেই তেমন নিয়মিত নন। যদিও-এর মধ্যে হাতেগোনা যে গানগুলোই করেছেন তার মাধ্যমেই সফলতা পেয়েছেন তিনি। সর্বশেষ তার ‘লোকাল বাস’ শীর্ষক গানটি পরিণত হয় সুপার ডুপার হিট গানে। তাছাড়া সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে এই সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি। মমতাজ বর্তমানে ব্যস্ত সময় পার করছেন রাজনীতি ও সমাজসেবা নিয়ে। এর বাইরে বড়মাপের স্টেজ শোগুলোই শুধু করছেন। আর নতুন গান গাওয়ার প্রস্তাব রয়েছে অনেক। কিন্তু এসব গানে কণ্ঠ দিতে চান না তিনি।
বেছে বেছেই শুধু কাজ করবেন বলে জানিয়েছেন। মনঃপূত হলে তবেই তিনি সে গানে কণ্ঠ দেবেন। নিজের সাম্প্রতিক ব্যস্ততা প্রসঙ্গে মমতাজ বলেন, আমি গান দিয়েই আজ মমতাজ হয়েছি। তাই গানের প্রতি ভালোবাসা ও টানটা সব সময় থাকবে। কোনোদিনও এটা কমবে না। আমি রাজনীতি কিংবা অন্য ব্যস্ততায় থাকতে পারি। কিন্তু গান আমার হৃদয় জুড়ে বহমান থাকে। সেদিক থেকে চেষ্টা করি ব্যস্ততার মাঝেও গানের কাজ করে যেতে। বড় ও ভালো মানের শোগুলো করছি। শ্রোতাদের সরাসরি গান শোনাতে বরাবরই আমার ভালো লাগে। সেই কাজটি নিয়মিত করার চেষ্টা করছি। আর নতুন গানের প্রস্তাব তো অনেক থাকে। কিন্তু সব গান করতে চাই না। বিশেষ গানগুলো শুধু করে যাবো। তাছাড়া এখন তো অ্যালবামের যুগও নেই। মমতাজ আরো বলেন, এখন ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। সেদিক থেকে একটি গান ও ভিডিও প্রকাশ করা হচ্ছে। এটা নিয়ম হয়ে গেছে। সেরকম করেই কিছু গান করছি, যেগুলো সামনে আসবে। আর চলচ্চিত্রেও কয়েকটি নতুন গানের প্রস্তাব রয়েছে। ব্যাটে বলে মিললে তবেই করবো সেগুলো। তবে একটা কথা কি, এই পর্যায়ে এসে গান নিয়ে আমার তাড়াহুড়ো নেই। বরং, সময় নিয়ে ভালো মানের গান করতে চাই।