মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘সংগীতের সার্বিক অবস্থা এখন ভালো নয়’

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৬ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। এই সময়ে প্লেব্যাক ও অ্যালবামে টানা কাজ করেছেন তিনি। তবে মধ্যে সাত বছর অডিও অ্যালবাম ও গানে বিরতি নিয়েছিলেন। অডিও ইন্ডাস্ট্রির খারাপ অবস্থার কারণেই ছিলো তার এই বিরতি। তবে বর্তমানে গান নিয়ে আবারও ব্যস্ত এ শিল্পী। তিনি সরব সময় পার করছেন নতুন গান ও স্টেজ শো নিয়ে। তাছাড়া মাঝেমধ্যেই টিভি অনুষ্ঠানেও দেখা মিলে তার। সব মিলিয়ে কেমন আছেন? ডলি উত্তরে বলেন, বেশ ভালো আছি।

ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে। গান ও পরিবার নিয়েই আমার সময়টা ভালে যাচ্ছে। এখন মূল ব্যস্ততা কি নিয়ে? ডলি বলেন, শো নিয়ে ব্যস্ত মূলত। দেশের বিভিন্ন স্থানে শো করতে যাচ্ছি। আমি সব সময় সরাসরি গান শোনাতে পছন্দ করি। কারণ মানুষের ভালোবাসাটা সরাসরি পাওয়া যায়। আপনিতো এক সময় অডিও এবং সিনমোয় ব্যাপক ব্যস্ত ছিলেন। এই সময়ে কম দেখা যাওয়ার কারণ কি? ডলি উত্তরে বলেন, সত্যি কথা বলতে যখন দুই বছর আগে গান নতুন করে করা শুরু করি, তখন মনে হয়েছিলো অবস্থা ভালো হবে। কিন্তু দিন দিন অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। সংগীতের সার্বিক অবস্থা এখন ভালো নয়। এই অবস্থায় আসলে নিয়মিত গান করা কঠিন। তাছাড়া এখন ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। অ্যালবামের বদলে সিঙ্গেল নিয়ে বেশি কাজ হচ্ছে। এরমধ্যেও একটি ইতিবাচক বিষয় হলো গানের স্বত্ব নিজের কাছে রেখে গান প্রকাশ করা যাচ্ছে। আপনার নতুন গান কবে নাগাদ আসবে? ডলি উত্তরে বলেন, এরইমধ্যে আমি নতুন গানের কাজ শুরু করেছি। কয়েকটি গান রেকর্ডিং হয়েছে। সেগুলো বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সামনে প্রকাশ হবে। এরমধ্যে আসিফ আকবরের সঙ্গে কয়েকটি গান করা হয়েছে। আমার মনে হয় গানগুলো প্রকাশ হলে শ্রোতাদের ভালো লাগবে। এর পাশাপাশি আমার আগের জনপ্রিয় গানগুলো নিয়েও একটি ভিডিও অ্যালবাম এর কাজ করছি। এরইমধ্যে তার কাজ অনেকখানি এগিয়েছে। আমার বিশ্বাস ভালো কিছু হবে। এই সময়ের গান কি শোনা হয়? কেমন মনে হচ্ছে? ডলি বলেন, হ্যা। এই সময়ে গান শোনা হয়। অনেকেই এখন ভালো কাজ করছেন। আমি বেশ কিছু তরুণদের সঙ্গে কাজও করেছি। তবে তরুণ প্রজন্মের মধ্যে অনেকেই ভালো প্ল্যাটফর্মের অভাবে নিজেদেরে মেলে ধরতে পারছে না। আর একটি বিষয় হলো এখন অডিওর চাইতে ভিডিওকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। কিন্তু এটা উচিত নয়। অডিওটা ভালো হলে ভিডিওটা মোটামুটি মানের হলেও মানুষ তা গ্রহণ করবে। এখন ইউটিউবে ভিউ গণনায় মনোযোগী অনেকে। এই হিসাব-নিকাশ করতে করতে অনেক বড় বিষয়গুলো এড়িয়ে যাচ্ছি আমরা। যার ফলে টিকে থাকার মতো গান তৈরি হচ্ছে না। অডিওটা ভালো হলে মিউজিক ভিডিওতে আমার আপত্তি নেই। এটা হতেই পারে। কিন্তু অডিওর দিকে কোন মনযোগ না দিয়ে ভিডিওর প্রতি সবটা মনযোগ দিলে আমার আপত্তি আছে। এ বিষয়ে তরুণ প্রজন্মের সচেতন হওয়া উচিত।