মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ছবির কারণে অপছন্দের কাজও করেছি’

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভারতীয় বাংলা ছবি ‘দ্য লাভলি মিসেস মুখার্জি’। আর এ ছবিতে এক অন্যরকম নারী স্বাধীনতার দিক তুলে ধরা হয়েছে। ইন্দ্রনীল পরিচালিত ছবিটিতে মিসেস মুখার্জির ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জী।

ছবিতে স্বস্তিকা পেশায় একজন মেকআপ আর্টিস্ট। বাড়ি থেকে তার বিয়ে ঠিক করা হয়। কিন্তু পাত্র একদমই পছন্দ হয় নি তার। আর সে কারণেই খানিকটা রসিকতা করতেই পাত্রের সঙ্গে দেখা করেন। নিজের বেটার হাফকে শোনান মনগড়া এক কাহিনী। যেটি ছিলো নেহাতই তার কল্পনা।

স্বস্তিকা মুখার্জীর বিপরীতে অভিনয় করেছেন ব্রাত্য বসুকে। জি বাংলা অরিজিনালসে মুক্তি পেয়েছে ছবিটি। স্বস্তিকা-ব্রাত্য জুটি যে অসমাপ্তই রয়ে যাবে একথা স্পষ্ট জানান তারা।

ছবিটি নিয়ে নায়িকা বলেন, জীবনে প্রথম এমন একটা চরিত্র করেছি যেটাতে আমায় একজন মেয়ের মতো দেখতে লাগছে। তাই আমি খুশি।

তবে ছবির প্রয়োজনে ঢেকুর তোলা, নাক ডাকার মতো এমন অনেক অপছন্দ কাজ করতে হয়েছে নায়িকাকে। নারীস্বাধীনতার এক অন্যদিক দেখানো হয়েছে এই ছবিতে।

নারী স্বাধীনতা বলতে নায়িকার কাছে ঠিক কী? এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবারো সাহসিকতার পরিচয় দেন অভিনেত্রী। তিনি বলেন তার কাছে নারী স্বাধীনতা মানে তিনি নিজেই। তাই এই ছবি করে তিনি অনেক খুশি।

ছবির অন্যতম মুখ্য চরিত্রে ছিলেন ব্রাত্য বসু। ছবিতে যিনি অভিনয় করেছেন মিনুর (স্বস্তিকা) স্বামী, কলিদাচরণ। ছবি প্রসঙ্গে অভিনেতা জানান, চরিত্রটা পড়ে প্রথমে মনে হয়েছিল এটা একটা পাগলের চরিত্র। তবে এই গল্পে এক অদ্ভুত বাঙালিয়ানা আছে। 

ব্রাত্য বসু, স্বস্তিকা ছাড়াও এই ছবিতে দেখা গিয়েছে জয়দীপ মুখোপাধ্যায়কে। এখন দেখার, মিসেস লাভলি মুখার্জি ঠিক কতটা লাভলি হয়ে ওঠে দর্শকের কাছে।