রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

‘শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতে পদক্ষেপ নেবে ছাত্রলীগ’

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৮ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

বৈধ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে প্রকৃত এবং নিয়মিত শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে 'অর্ধেক ভাড়া' নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ ছাত্রলীগ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানী এ ঘোষণা দিয়েছেন।

গতকাল বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ ঘোষণা দেন।

গোলাম রাব্বানী বলেন, প্রশাসন, পরিবহন মালিক এবং সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে অচিরেই 'স্টুডেন্ট হাফ ভাড়া' নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।