সিদ্ধিরগঞ্জে বড় ভাইকে খুন করলো ছোট ভাই
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৮ এএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
পারিবারিক কলহের জেরে সিদ্ধিরগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে বড় ভাইকে খুন করেছে ছোট ভাই।নিহত বড় ভাইয়ের নাম মোস্তফা তালুকদার (৪৫)।এ ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই নূর নবী মরণ ওরফে মোহন (৩৫) পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সোনামিয়া বাজারস্থ হলুদ-মরিচ ভাঙানোর দোকানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টার দিকে মোস্তফার লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেঝ ভাই রিপন (৪০), বাবা হানিফ তালুকদার (৬৫) এবং নিহত মোস্তফার স্ত্রী চামেলী (৩৫), ছেলে পূর্ণকে (১৮) থানায় নিয়ে আসে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত বড় ভাই মোস্তফার সাথে তাঁর বাবা হানিফ তালকুদারের সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি চলছিলো। একপর্যায়ে মোস্তফা তাঁর বাবাকে আঘাত করে। এসময় ছোট ভাই মরণ উত্তেজিত হয়ে তাঁর হাতে থাকা ধারালো অস্ত্র ডোঙা দিয়ে (চাল-ডাল-হলুদ-মরিচ বহন করার চামচ জাতীয় বস্তু) বড় ভাই মোস্তফার বুকে আঘাত করে। এতে মারাত্মক জখমপ্রাপ্ত হন মোস্তফা। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় মোস্তফা। বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় ছোট ভাই মরণ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহিন শাহ পারভেজ। তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে এক ভাই আরেক ভাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।