কোরআনি আমল: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১৭ এএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
কোনো রোগ বা ভাইরাসে আক্রমণের সঙ্গে সঙ্গেই মানুষ পুরোপুরি আক্রান্ত হয় না, যতক্ষণ না মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নিঃশেষ হয়ে যায়।
যখনই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নিঃশেষ হয়ে যায় তখনই মানুষ নানান জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়।
মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অক্ষুন্ন রাখতে কোরআন-সুন্নাহর বিধান পালনের যেমন বিকল্প নেই। তেমনি সুন্নাতি জীবন-যাপনের পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের পরামর্শে জীবন পরিচালনা করাও জরুরি। কেননা শৃঙ্খলিত জীবনেই রয়েছে শান্তি এবং মুক্তি।
যারাই কোরআন-সুন্নাহর উপদেশ অনুযায়ী শৃঙ্খলিত জীবন যাপন করবে এবং কোরআনের আমল করবে, সে ব্যক্তি মরণব্যাধি এইডস, ক্যানসারসহ যাবতীয় জটিল রোগ থেকে মুক্ত থাকবে। মানুষের শরীরে তৈরি হবে প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোরআনি আমল-
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
উচ্চারণ: ইন্না আংযালনাহু ফি লাইলাতিল কাদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কাদর। লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর। তানায্যালুল মালায়িকাতু ওয়াররুহু ফিহা বিইজনি রাব্বিহিম মিং কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাত্বলায়িল ফাজর। (সূরা আল কদর -মক্কায় অবতীর্ণ)।
অর্থ: আমি একে নাযিল করেছি শবে-কদরে।
শবে-কদর সমন্ধে আপনি কী জানেন?
শবে-কদর হলো এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রুহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।
আমল: যে ব্যক্তি প্রতিদিন সূরা আল-কদর ৩ সময় ৪১ বার পড়বে। আল্লাহ তায়ালা সে ব্যক্তির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবেন।
যখনই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে। তখনই মানুষ থাকবে সুস্থ, সবল। জটিল ও কঠিন কোনো রোগই মানুষ আক্রান্ত করতে পারবে না।
মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোরআন-সুন্নাহর উপদেশ মেনে জীবন-যাপনের পাশাপাশি এইডসমুক্ত থাকতে কোরআনি আমল করার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।