সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কাবা শরিফে বিশেষ কোরআন!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২০ এএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াতের সুবিধার্থে ব্রেইল বর্ণমালায় লিখিত পবিত্র কোরআনুল কারিমের পাণ্ডুলিপি বিতরণ করেছে হারামাইন কর্তৃপক্ষ।

হারামাইন শরিফের পরিচালক শেখ খালিদ বিন মুহাম্মাদ আল-হারেছি বলেন, ‘আল্লাহর ঘর জিয়ারতকারীদের জন্য ব্রেইল পদ্ধতির পবিত্র কোরআনের পাণ্ডুলিপি সংগ্রহ ও বিতরণ করা হয়েছে।

 

হজ ও ওমরা পালনকারীদের সুবিধার্থে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি করা হয়েছে ব্রেইল বর্ণমালার এসব পাণ্ডুলিপি। যাতে সহজেই দৃষ্টি প্রতিবন্ধীরা কারো সাহায্য ছাড়াই নিজেরা পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত করতে পারে।

প্রাথমিকভাবে হারামাইন কর্তৃপক্ষ ছোট-বড় বিভিন্ন সাইজের ৪০টি পাণ্ডুলিপি মসজিদে হারামে বিতরণ করেছে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বর্ণমালার কোরআনের পাণ্ডুলিপি ব্যবস্থাপনা হারামাইন কর্তৃপক্ষের প্রশংসনীয় উদ্যোগ।