মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

উড়ন্ত হাতি ‘ডাম্বো’ বাংলাদেশে!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৬ এএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার

ছোট্ট এক হাতির ছানার নাম ডাম্বো। কিন্তু সে যে বোকা! আর তার কানগুলো বিরাট বড়। আর সেই কানের কারণেই হাসাহাসি করে সবাই। মাকে হারিয়ে ডাম্বো চলে গিয়েছিলো সার্কাসে। আর সেখানে আবিষ্কার হলো তার বিশেষ এক ক্ষমতা। 

 

সার্কাসের শো- চলার সময় দেখা মিললো ডাম্বোর উড়তে পারার ক্ষমতা। আর এমন ক্ষমতা সে পেলো নিজের বিরাট দু’টি কানের কারণে। সেই ক্ষমতার খবর নিমিষেই যেন ছড়িয়ে গেলো চারিদিকে। ডাম্বোর এই খ্যাতির কথা জানতে পারে বিখ্যাত ব্যবসায়ী ভ্যানডিভিয়ার। ডাম্বোকে সে নিয়ে যায় নিজের বিশাল বিনোদনের ব্যবসা ড্রিমল্যান্ডের জন্য। 

 

সার্কাসের স্টার থেকে ডাম্বো বেশি সময় নিলো না সুপারস্টার হতে। তবে সে যে তার মায়ের কাছে ফিরে যেতে চায়! এরইমধ্যে জানা যায় ড্রিমল্যান্ড মোটেও স্বপ্নের জায়গায় নয়। বরং সেখানেও লুকিয়ে আছে অন্ধকারের রহস্য। তবে কি ডাম্বো ফিরে যেতে পারবে নিজের মায়ের কাছে? নাকি ড্রিমল্যান্ডেই বিপদে পড়বে সে?

আর এ খবর জানতে হলে অপেক্ষা করতে হবে ২৯ মার্চ পর্যন্ত। এ দিন আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এটি। 

উড়তে পারা এই ডাম্বোর গল্প কিন্তু বহু পুরনো। ১৯৪১ সালের অক্টোবরে মুক্তিপ্রাপ্ত ‘ডাম্বো’ ছিল ডিজনির চতুর্থ অ্যানিমেটেড ফিচার চলচ্চিত্র। সেই ডাম্বোকেই আবার নতুন করে ফিরিয়ে আনলেন ব্যাটম্যান রিটার্নস, প্ল্যানেট অব দ্য এপস বা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড খ্যাত পরিচালক টিম বার্টন। এতে অভিনয় করেছেন কলিন ফেরেল, ইভা গ্রীন, মাইকেল কিটনের মত তারকারা।