মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নাটক ‘ভুলনা আমায়’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৭ পিএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও পাভেল ইসলাম, অভিনীত নাটক ‘ভুলনা আমায়’ শনিবার রাত ৯.০৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে । সাইফুল জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ।
নাটকের গল্পে দেখা যাবে, ‘১৯৭১ সালের প্রেক্ষাপট। মরিয়মের নতুন বিয়ে হয়েছে। স্বামী তার মুক্তিযুদ্ধে যাবে। তাই ট্রেনিংয়ে গেছে। স্বামীর জন্য রুমালে নকশা আঁকা, আচার বানানো আর অপেক্ষা করে করে সময় কাটে মরিয়মের। ময়মুনা বুড়ির কাছে খবর পেলেই পাশের গ্রামে ছুটে যায় কালাম ভাইর সাথে দেখা করতে।
কালাম ভাইও যুদ্ধে গেছে। সে মাঝে মাঝে মরিয়মের স্বামীর খোঁজ খবর দেয়। গোপনে অসুস্থ মাকে দেখতে আসে কালাম। তবে কয়েকদিন হলো গ্রামে হানাদার প্রবেশ করেছে। রাতে শুয়ে শুয়ে স্বামীকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে মরিয়ম।’
এমনই গল্পের নাটকটিতে প্রভা ও পাভেল ইসলাম ছাড়া আরো অভিনয় করেছেন, মনোজ কুমার, দিলারা জামান, এস এম মহসীন প্রমূখ।