প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণেই উন্নয়ন হচ্ছে : মন্ত্রী গাজী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৩ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, দেশে উন্নয়নের আর উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণেই এসব উন্নয়ন হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।
শুক্রবার (২৯ মার্চ) বিকেলে রূপগঞ্জ উপজেলার গুতিয়াবো এলাকায় প্রগতি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, রূপগঞ্জে বহু উন্নয়ন হয়েছে। ভুলতা ফ্লাইওভার হয়েছে, মুড়াপাড়ায় শীতলক্ষ্যা সেতু হয়েছে। উপজেলার এমন কোনো প্রাইমারী স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা নেই যেখানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই নতুন নতুন ভবন হয়েছে। হয়েছে নানামুখি উন্নয়ন।
প্রগতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মানিক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম মাঞ্জুর, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন ভুঁইয়া ও মনিরুজ্জামান বাদশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন প্রমুখ ।