বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করুন : সাবেক এমপি কায়সার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৭ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, উন্নয়নের স্বার্থে ৩১ তারিখে উপজেলা চেয়ারম্যান পদে বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেনকে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করুন।

 

তিনি আরও বলেন, নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে প্রত্যেকে নিজের মূল্যবান ভোটটি দিয়ে নৌকাকে বিজয়ী করার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ শেখ হাসিনা চিন্তাভাবনা করেই যোগ্য প্রার্থীকে নৌকার মনোনয়ন দিয়েছেন। নৌকার প্রার্থী মোশারফ হোসেন মিল ফ্যাক্টরী থেকে চাঁদা নেন না এবং মাদক ব্যবসায়ীদের পশ্রয় দেননা।

 

এ সময় তিনি উল্লেখ করেন,  ২০০৮ এ আমি এমপি নির্বাচিত হয়ে এবং আমার চাচা মোশারফ হোসেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে কোন বিএনপির নেতা-কর্মীকে মামলায় জড়িয়ে হয়রানী করিনি। ২০১৪ সালের পর যারা মামলা দিয়ে হয়রানী করছেন তারাই আবার ছাড়িয়ে আনেন, এই ধারা শুরু হয়েছে। 


তিনি আরও বলেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রে এসে নিজের ভোটটি দিলে ও অন্যকে ভোট দিতে অনুপ্রাণিত করলে ৩১ তারিখে সোনারগাঁয়ে নৌকা বিজয়ী হবে ইনশাআল্লাহ।

 

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউপি’র ২নং ওয়ার্ডের অধীনস্থ পাঁচানী বাজারে জাপান আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলামের সভাপতিত্বে, নৌকাকে বিজয়ী করতে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আব্দুল্লাহ আল কায়সার এসব কথা বলেন।

 

জাপান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল আমিন রনির সার্বিক ব্যবস্থাপনায় ও সোনারগাঁ উপজেলা আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের আহবায়ক আল আমিন কবিরের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ ।

 

এ সময় অতিথি হিসেবে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, ১নং ওয়ার্ড মেম্বার শহীদুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজীব, উপজেলা যুবলীগ নেতা নাজমুল খাঁন শান্ত, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আলী আকবর, জেলা আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের আহবায়ক আব্দুল জলিল, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের সভাপতি মারজান আহম্মেদ, শামসুল হক সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের কয়েক শত নেতা-কর্মী ও সমর্থক এবং স্থানীয়রা উপস্থিত থেকে মতবিনিময় সভাকে সাফল্যমন্ডিত করেন।