ছুটির দিনে সিনেমা হলে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৭ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার
দর্শকদের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিনেমা। এমনো সময় ছিলো সিনেমা বিহীন কোনো উৎসবকে চিন্তা করাই যেত না। শুধু উৎসব না ছুটির দিনেও বিনোদনের জন্য সিনেমা হলে গিয়ে ছবি দেখার জন্য মুখিয়ে থাকতো দর্শকরা।
সাধারণ দর্শকদের হিড়িক এতোটাই হতো যে টিকিট পাওয়াই দুঃসাধ্য হয়ে পড়তো। ব্ল্যাকারদের আনাগোণার ছিলো চরমে। যদিও এসব দৃশ্য আজ দেখা যায় না, দর্শকরাও উৎসবের সিনেমা ছাড়া তেমন একটা সিনেমা হলে যায় না। এর কারণ ভালো সিনেমা, মান সম্পূর্ণ হলের পরিবেশ। রাজধানীতে বর্তমানে বেশ কিছু সিনেপ্লেক্স নির্মাণ হয়েছে।
আজ ছুটির দিনে আপনার কাছের প্রেক্ষাগৃহে পরিবার-পরিজনদের সঙ্গে উপভোগ করতে পারেন সিনেমা। রাজধানীর কয়েকটি প্রেক্ষাগৃহে কোন কোন সিনেমা প্রদর্শিত হচ্ছে তা তুলে ধরা হলো-
স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি):
‘লাইভ ফ্রম ঢাকা’ প্রদর্শনী হচ্ছে দুপুর ১-১০, বিকাল৪-০০ ও সন্ধ্যা ৬-০৫মিনিট।
‘যদি একদিন’ দুপুর ২-১০, বিকাল ৫-০০ ও রাত ৮-০০ টায়।
‘ফাগুন হাওয়ায়’র প্রদর্শনী দুপুর১-১৫ ও রাত ৮-১০-এ।
‘ডাম্বো’ (থ্রিডি)’র প্রদর্শনী রয়েছে দুপুর ৩-৩০ এবং ৩-৫০, সন্ধ্যা ৬-১৫, রাত ৮-১৫ ও ৮-৪০,
‘ক্যাপ্টেন মার্ভেল’ (থ্রিডি)’র প্রদর্শনী হবে দুপুর ৩-২০, বিকাল ৪-৫০, ৫-৫০, সন্ধ্যা ৭-৫০ ও রাত ৮-২০মিনিটে।
‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন- দ্য হিডেন ওয়ার্ল্ড (থ্রিডি)’র প্রদর্শনী রয়েছে সন্ধ্যা ৬-০০টায়।
স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ধানমণ্ডি-২)
‘যদি একদিন’ এর প্রদর্শনী সকাল ১১-২০, দুপুর ২-১০, বিকাল ৫-০০ এবং রাত ৮-০০ মিনিটে।
‘ক্যাপ্টেন মার্ভেল’ (থ্রিডি) প্রদর্শনী সকাল ১০-৩০, দুপুর ১-০৫, দুপুর ৩-৪০, সন্ধ্যা ৬-১৫ এবং রাত ৮-৫০
ব্লকবাস্টার সিনেমাজ (যমুনা ফিউচার পার্ক)
‘যদি একদিন’ প্রদর্শনী বিকেল ৫-০০, সন্ধ্য ৬-২০ এবং ৭-৪০ মিনিটে।
‘লিডার’ প্রদর্শনী বিকেল ৪-৩০
‘ক্যাপ্টেন মার্ভেল’ (থ্রিডি) প্রদর্শনী বিকেল ৪-৫০, ৫-২০, সন্ধ্যা ৬-৩০, ৭-৩০ এবং রাত ৮-০০
এলিটা: ব্যাটল অ্যাঞ্জেল (থ্রিডি) প্রদর্শনী দুপুর ২-১০ এবং সন্ধ্যা ৭-২০
‘বাম্বলবি’ (থ্রিডি) প্রদর্শনী: দুপুর ২-১০
‘ওয়ান্ডার পার্ক’ (থ্রিডি) প্রদর্শনী বিকেল ৪-৩০
‘রবিন হুড’ প্রদর্শনী বিকেল ৫-৩০
‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন-দ্য হিডেন ওয়ার্ল্ড’ (থ্রিডি) প্রদর্শনী বিকেল ৪-৩০ এবং সন্ধ্যা ৭-১৫ মিনিটে।