মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৈশাখে আসছে ‘একটি মানবিক গল্পের উপাখ্যান’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪০ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরের বেশ ক’টি লোকেশনে দৃশ্য ধারণ করা হয়েছে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘একটি মানবিক গল্পের উপাখ্যান’র। সৈকত ইসলামের কাহিনি ও সংলাপ অবলম্বনে নির্মিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। ফ্যাশন আউটলেট ‘আর্ট’ নিবেদিত ‘একটি মানবিক গল্পের উপাখ্যান’র পরিচালনায় এবং সিনেমাটোগ্রাাফিতে ছিলেন স্বপ্নবাজ আবীর।

চলচ্চিত্রটির গল্পটা এমন যে, সভ্যতার সূচনা লগ্ন হতে আজো একটি শ্রেণি আর্তমানবতার জন্য বিনাস্বার্থে কাজ করে যায় যেমন, তেমনি আবার একটি এলিট শ্রেণি নাক সিটকানো স্বভাব নিয়ে লোক দেখানোর জন্য লাখ লাখ টাকায় দিয়ে ধর্মচর্চা করে। শপিং করে, নানা দামী রেস্টুরেন্টে খায়। তবুও মানুষের বিপদে, দেশের বিপদে এসব তথাকথিত উন্নাসিক উচ্চবিত্তদের অনেক সময়ই পাশে পাওয়া যায় না।

 

এমনই গল্পের চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন , সুরিয়া জান্নাত ববি, নাহিদ আহমেদ, আদর সাহা, আবির হাসান, পাপ্পু, আসিফ, বাশার বিল্লাহ্ প্রমুখ। পোস্ট প্রোডাকশন : স্বপ্নবাজ স্টুডিও, প্রধান সহকারী : রাকিবুল হাসান, স্থিরচিত্রে : স্বদীপ, প্রযোজনা : সুহৃদ মডেল ফেয়ার, প্রমোশন : সুহৃদ টিম।

চলচ্চিত্রটির বিষয়ে সৈকত ইসলাম বলেন, ‘বরাবরের মতো এবারও সুহৃদ মডেল ফেয়ার সামাজিক সমস্যাকে উপজীব্য করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি মানবিক গল্পের উপাখ্যান’ নির্মিত হয়েছে। এই বৈশাখে একটি দর্শকপ্রিয় ইউটিউব চ্যানেলে স্বল্পদৈর্ঘ্য’র চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে।