মুক্তি পেলো ‘লাইভ ফ্রম ঢাকা’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার
দেশের বাহিরে বেশ কিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘লাইভ ফ্রম ঢাকা’। ২০১৫ সালের এই ছবি ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে আজ। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার ও তাসনোভা তামান্না। প্রযোজনা করেছেন শামসুর রহমান।
ছবির প্রযোজক শামসুর রহমান আলভি বলেন, সিনেপ্লেক্সে প্রতিদিন তিনটি করে শো চলবে। বেলা ১১টা ১০ মিনিট, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা ৫মিনিটে। ‘খেলনা ছবি’র ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই।
শামসুর রহমান আলভী বলেন, আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু হল মালিকদের আমরা বিশ্বাস করাতে পারিনি, যে এ ধরনের ছবি তাদের হলে প্রদর্শন করা সম্ভব। যার কারণে একটি প্রেক্ষাগৃহেই ছবিটি মুক্তি পেয়েছে। হল মালিকদের সঙ্গে আলোচনা চলছে, সামনে হল সংখ্যা বাড়তে পারে। ৯৪ মিনিট ব্যাপ্তির ‘লাইভ ফ্রম ঢাকা’তে দেখানো হয়েছে শেয়ারবাজারে পুঁজি হারিয়ে ঢাকা থেকে পালাবার পথ খুঁজে ফেরা এক প্রতিবন্ধী যুবকের গল্প।
যে নৈতিকতা ও আত্মরক্ষার মধ্যে একটিকে বেছে নেয়ার জটিল পরিস্থিতিতে পড়ে। ছবিটিতে আরো অভিনয় করেছেন তানভীর আহমেদ চৌধুরী, মোশাররফ হোসেন, রনি সাজ্জাদ, শিমুল জয় ও উজ্জ্বল আফজালসহ আরও অনেকেই।
২০১৬ সালে সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘লাইভ ফ্রম ঢাকা’র প্রিমিয়ার হয়েছিল। সেখানে সেরা পরিচালক হিসেবে আব্দুল্লাহ মোহাম্মাদ সাদ ও সেরা অভিনেতা হিসেবে মোস্তফা মনোয়ার পুরস্কার জিতে নেন।তিন বছর ধরে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘লাইভ ফ্রম ঢাকা’। এর মধ্যে আছে সিঙ্গাপুর, লোকার্নো, রটারডাম ও সিনেইউরোপার মতো চলচ্চিত্র উৎসব।