মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

ফেসবুকে মাফ চাওয়া সেই তরুণ এখন হাসপাতালে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৪ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটকে পড়া রিপন আহমেদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার বিকালে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে ভবনের ১৪ তলা থেকে উদ্ধার করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

রাত সাড়ে ৯টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমি আল্লাহর রহমতে ভাল আছি, ইউনাইটেড হসপিটাল এ আছি। যারা আহত হয়ছেন তাদের সুস্থতা কামনা করছি। আর যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমিন।’

এর আগে বেলা ৩টার দিকে নিজের ফেসবুকে রিপন লিখেন, ‘মাফ করে দিয়েন। আগুন। lift 13 FR Tower banani।’

সে সময় এফআর টাওয়ারের ১৪ তলায় তিনি অবস্থান করছেন বলে দাবি করেন। ওই পোস্টে তিনি ৩টি ধোঁয়াচ্ছন্ন ছবিও প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বনানীর এফআর টাওয়ারের ৯ তলায় আগুন লাগে। 
দীর্ঘ সময় চেষ্টার পর সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ইউনাইটেড হাসপাতালে তিনজন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন এবং ঘটনাস্থলে ১৩ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ৭০ জন।