ঢাকার হাসপাতালে খুরশীদ আলম
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩৩ এএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত কণ্ঠশিল্পী খুরশীদ আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। দুপুর ১টা ৪৫ মিনিটে বগুড়া থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেয়। সেখান থেকে ঢাকা পৌঁছতে ৫০ মিনিট লেগেছে। এয়ারপোর্টের কাজ শেষে বেলা ৩টার দিকে খুরশীদ আলমকে গ্রীন লাইফ হাসপাতালের ৯২৬ নম্বর কেবিনে রাখা হয়েছে। বর্তমানে তিনি ভালো আছেন। খুরশীদ আলমের ভাই মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় খুরশীদ আলমের প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এরপর তিনি আহত হন। দুর্ঘটনার পর পরই খুরশীদ আলমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সকালে খুরশীদ আলম ডেইলি বাংলাদেশকে বলেন, রাত দুইটার দিকে আমাদের প্রায়ভেট কারটি ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। আমার মাথা ও মুখে আঘাত লাগে। দাঁত ভেঙে যায়। মাথায় ৪টি সেলাই দিতে হয়েছে।
এর আগে বগুড়ার চারমাথা এলাকায় জয়পুরহাট সমিতির সংবর্ধনা অনুষ্ঠান শেষে গাড়ি নিয়ে স্থানীয় হোটেলে দিকে যাচ্ছিলেন খুরশীদ আলম। এই শিল্পী তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।