মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নোবেলের ‘মানুষ মানুষের জন্য’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৭ এএম, ৩১ মার্চ ২০১৯ রোববার

ভারতীয় চ্যানেল জি বাংলার সঙ্গীতবিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-এর মাধ্যমে বাংলাদেশের ছেলে মাইনুল আহসান নোবেল এখন পরিচিত মুখ। শ্রীকান্ত আচার্য্য, শান্তনু মৈত্র ও মোনালি ঠাকুর—শোর তিন বিচারক প্রতি পর্বেই বাংলাদেশি এই প্রতিযোগীর গান শুনে মুগ্ধতা প্রকাশ করেন।

এছাড়া দুই বাংলাতেই তৈরি হয়েছে তার ভক্তকুল। ভালোবাসা দিবসের আগে এই ভক্তদের উদ্দেশে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন নোবেল। যেখানে তিনি বলেন, অনেকেই আমার সঙ্গে দেখা করতে চান, ছবি তুলতে চান। প্রতিদিন হাজার হাজার ভক্ত তাদের এসব ইচ্ছার কথা অনলাইনে আমাকে জানান। সুযোগটা আমি কয়েকজনকে দিতে চেয়েছি, তবে শর্ত ছিল। ভালোবাসা দিবসে যারা সমাজের অবহেলিত মানুষকে রেস্টুরেন্টে একবেলা পেট ভরে খাওয়াবে বা সুবিধাবঞ্চিত মানুষ, পথশিশু ও রিকশাওয়ালাকে ব্র্যান্ডের পোশাক উপহার দেবে, তাদের সঙ্গে আমি নিজেই যোগাযোগ করে গেট টুগেদারে আমন্ত্রণ জানানোর ঘোষণা দিয়েছি।

 

ভিডিওতে নোবেল জানিয়েছেন, কিভাবে কাজটা করতে হবে। ফেসবুকে ‘মহৎ’ কাজটির ছবি অথবা ভিডিও ‘হ্যাশট্যাগ স্প্রেডলাভউইথনোবেলম্যান’ দিয়ে প্রকাশ করতে হবে। নোবেলের এই ঘোষণায় অভূতপূর্ব সাড়া পড়েছে। শতাধিক ভক্ত তাদের মহৎ কাজের ছবি ও ভিডিও শেয়ার দিয়েছে ফেসবুকে। 

নোবেলের শতাধিক ভক্তের এমন কাজের জন্য প্রায় ১৪ হাজারের মতো সুবিধা বঞ্চিত মানুষ উপকৃত হয়েছে। আর তাই গতকাল (শনিবার) জি বাংলার রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ এর মঞ্চে ওপার বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী ভোপেন হাজারিকার জনপ্রিয় গান ‘মানুষ মানুষের জন্য’ গানটি গেয়েছেন তিনি। আর এ গানটি নোবেল ডেডিকেটেড করেছেন ‘হ্যাশট্যাগ স্প্রেডলাভউইথনোবেলম্যান’-তে যারা সাড়া দিয়েছেন তাদের জন্য।